অগোছালো খেলেও সেমিফাইনালে গোলাপগঞ্জ

0
37

নিজস্ব প্রতিবেদক: নিজেদের প্রথম ম্যাচে বিয়ানীবাজারের বিপক্ষে দুর্দান্ত খেলে ছিলো গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল। আন্ত:উপজেলা কাপ জেলা প্রশাসকে কোয়ার্টার ফাইনালে এসে দলটি যেনো হারিয়ে গিয়ে ছিলো। প্রথম ম্যাচের মত দুর্দান্ত খেলা দূরের কথা, ভুল পাসিং, গোল মিসের মহড়ার একটি খেলা প্রদর্শন করেছে।

তবুও ফেঞ্চুগঞ্জকে হারিয়ে সর্বশেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে গোলাপগঞ্জ উপজেলা ফুটবল দল। কোয়ার্টার ফাইনালে ফেঞ্চুগঞ্জ উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়েছে দলটি।

সিলেট জেলা স্টেডিয়ামে বুধবার অনুষ্টিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলার চেষ্টা করে দু’দলই। গোলাপগঞ্জ একের পর এক আক্রমণ করলেও ফিনিশারদের অভাবে গোল পাচ্ছিলো না দলটি।

ফেঞ্চুগঞ্জের রক্ষণ ভাগে বার বার হানা দিয়েও জালের ঠিকানা খুঁজে পাননি গোলাপগঞ্জের স্ট্রাইকাররা। ফেঞ্চুগঞ্জও বেশ কয়েক বার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে ছিলো। তবে স্ট্রাইকার ব্যর্থতায় এগিয়ে যেতে পারেনি দলটি।

খেলার প্রথমার্ধের মাঝামাঝিতে ভাগ্যকে পাশে পেয়ে যায় গোলাগঞ্জ। বার বার চেস্টার পর এক বারই সফল হয় দলটি। গোলাপগঞ্জের স্ট্রাইকার নাবিল ফেঞ্চুগঞ্জের জালে বল জড়ালে এগিয়ে যায় দলটি। প্রথমার্ধে আর কোন গোলের দেখায় পায়নি দু’দলই।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর থেকেই ব্যবধান বাড়ানোর চেষ্টা করে গোলাপগঞ্জ পারেনি। ফেঞ্চুগঞ্জ খেলার ফেরার চেষ্টা করলেও সফল হয়নি। গোলাগঞ্জের রক্ষণভাগে চিড় ধরাতে পারেনি দলটি।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ গোলাপগঞ্জ। স্ট্রাইকাররা ব্যর্থতার পরিচয় না দিয়ে প্রথম ম্যাচের মত নান্দনিক ফুটবল খেললে জয়ের ব্যবধান হয়তো আরো বাড়াতে পারতো দলটি।

ম্যাচ সেরা হন গোলাপগঞ্জের রানা।

ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক এডভোকেট লুৎফর রহমান। উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সদস্য বিজিত চৌধুরী ও কোষাধ্যক্ষ মো: সিরাজ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here