অতিরিক্ত সময়ে আর্সেনালের কাছে হারলো ম্যানইউ

0
71

স্পোর্টস ডেস্ক:: ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটের। চার ম্যাচ খেলা দলটি দু’টি ম্যাচই হেরে গেছে। এবার ধরাশয়ী হলো আর্সেনালের কাছে। রোববার রাতের ম্যাচে আর্সেনাল ৩-১ ব্যবধানে হারিয়েছে ম্যানইউকে।

প্রথমার্ধে এগিয়ে যাওয়া ম্যানইউ লিড ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরা আর্সেনাল ম্যাচের অন্তিম সময়ে পরপর দুই গোল দিয়ে জয় তুলে নিয়েছে ৩-১ ব্যবধানে।

ম্যাচের ২৭তম মিনিটে র্যাশফোর্ডের গোলে লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটে। ১-০ গোলে এগিয়ে যাওয়া টেন হাগের দল লিড ধরে রাখতে পারেনি মিনিট দুইও। ২৮তম মিনিটেই আর্সেনাল সমতায় ফেরে। মার্টিন ওডেগার্ডের গোলে পরক্ষনেই ম্যাচের স্কোর লাইন হয়ে যায় ১-১। সমতায় ম্যাচ রেখেই বিরতিতে যায় দুই দল।

বিরতির গোলের জন্য মরিয়া হয়ে উঠে দু’দলই। তবে কেউ কারােরই প্রতিরোধের দেওয়া টপকাতে পারছিলো না। নির্ধারিত সময়ও শেষ হয়ে ১-১ গোলের সমতায়। নিশ্চিত ড্র’য়ের পথে এগুতে থাকা ম্যাচে এরপরই জ্বলে উঠে আর্সেনাল।

যোগ করা সময়ে পরপর দুই গোল করে বসে দলটি। অতিরিক্ত সময়ের ৬ষ্ট মিনিটে অর্থাৎ ম্যাচের ৯৬তম মিনিটে ডেক্লান রাইসের গোলে ২-১ ব্যবধানে লিড নেয় আর্সেনাল। মিনিট পাঁচেক পরে গ্রেব্রিয়েল জেসুস ম্যানইউর কফিনে শেষ পরেক ঠুকে দেন। যোগ করা সময়ের ১১তম মিনিটে তার গোলেই আর্সেনালের ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here