স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশ নিশ্চিত করেছেন অ্যারন ফিঞ্চ। মঙ্গলবার (১৪ জুন) থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। উদ্বোধনী ম্যাচের আগে ফিঞ্চ জানান, চোটের কারণে কেন রিচার্ডসন পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন।
এছাড়া দলের সেরা বোলার মিচেল স্টার্কও থাকছেন না প্রথম ম্যাচের একাদশে। টি-টোয়েন্টি সিরিজে আঙুলে চোট পেয়েছিলেন এই পেসার। সেরে না ওঠায় খেলা হচ্ছে না লঙ্কানদের বিপক্ষে। স্টার্কের চোটটি অদ্ভুত! নিজের জুতোর স্পাইকে আঘাত পেয়েছিলেন বাঁহাতি এই পেসার।
প্রথম ওয়ানডেতে ফিরছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। জশ হ্যাজেলউড ও ঝাই রিচার্ডসনকে নিয়ে সাজানো তাদের পেস বোলিং বিভাগ। মিচেল সুয়েপসনকে পেছনে ফেলে স্পিনার অ্যাস্টন অ্যাগার একাদশে।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন অ্যাগার, প্যাট কামিন্স, ঝাই রিচার্ডসন, জশ হ্যাজেলউড।
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজের সূচি
১৪ জুন- প্রথম ওয়ানডে (ক্যান্ডি)
১৬ জুন- দ্বিতীয় ওয়ানডে (ক্যান্ডি)
১৯ জুন- তৃতীয় ওয়ানডে (কলম্বো)
২১ জুন- চতুর্থ ওয়ানডে (কলম্বো)
২৪ জুন- পঞ্চম ওয়ানডে (কলম্বো)
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০