স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের ঘরের মাঠে দুই দলের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এর আগে ইতিমধ্যেই হয়েছে টস।
ম্যাচের টস জিতেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচ খেলতে নামা মহেন্দ্র সিং ধোনি। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস। এদিন ২০০তম অধিনায়কত্বের ম্যাচ খেলতে নাম ধোনির হাতে স্মারক তুলে দেয় চেন্নাই কর্তৃপক্ষ।
এর আগে আসরে ৩টি ম্যাচ খেলেছে চেন্নাই। দুটিতে জয় ও একটিতে পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে ধোনি-জাদেজা-স্টোকস-মঈনরা। এবার টেবিলে ওপরে দিকে উঠতে জয়ের দিকেই চোখ দলটির।
অপরদিকে রাজস্থানও এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে। সমান দুটি জয় ও একটি পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে আছে দলটি। মূলত পয়েন্ট সমান হলেও, রান রেটে এগিয়ে থাকার ফলেই রাজস্থান আছে টেবিলের ওপরের দিকে। এবার সেই পয়েন্ট বাড়িয়ে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ রয়েছে দলটির সামনে।