অধিনায়কত্ব পেলে শতভাগ দেওয়ার চেষ্টা করবেন লিটন

0
89

স্পোর্টস ডেস্কঃ অধিনায়কত্ব ইস্যুতে সরগরম এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন নেতৃত্বের জন্য গেল মঙ্গলবার বিসিবি পরিচালনা পর্ষদ জরুরী বৈঠক করলেও কাঙ্খিত সেই ঘোষণা আসেনি। কবে আসবে সেই ঘোষণা, এরই অপেক্ষায় ক্রিকেট বোর্ড।

আসন্ন এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপ বা স্থায়ীভাবে ওয়ানডে ফরম্যাটের অধিনায়ক কে হবেন, সেটি নির্ধারণ করতে আরও দুই থেকে তিন দিনের সময় নেবে বলে জানায়, বিসিবি। তবে আগামী ১২ আগস্টের মধ্যেই নতুন ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা হবে।

বিসিবি অধিনায়কের সম্ভাব্য তালিকা তৈরি করেছে। আর সেই সব সম্ভাব্য অধিনায়কদের সাথে কথা বলবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সম্ভাব্য সেই অধিনায়করা হলেন সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। অতীতে বিভিন্ন সময় খন্ডকালীন অধিনায়কের দায়িত্ব পালন করা লিটন দাস বেশ জোরেসোরেই আছেন আলোচনায়।

রাজধানীতে এক বাণিজ্যিক প্রচারণায় অংশ নিয়ে লিটন অবশ্য এই নিয়ে কথা বলতে চাননি খুব একটা। অধিনায়কের সিদ্ধান্ত বোর্ডের উপর ছেড়ে দিয়েছেন তিনি। তবে জানিয়েছেন, নেতৃত্ব পেলে অবশ্যই শতভাগ দেওয়ার চেষ্টা করবেন।

লিটন দাস বলেন, ‘আমার কাছে মনে হয়, এই জিনিসের জন্য আপনারা একটু অপেক্ষা করেন। ২/১ দিনের ভেতর জিনিসগুলো (অধিনায়কত্ব নিয়ে বোর্ডের সিদ্ধান্ত) পেয়ে যাবেন। আর অবশ্যই যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি, দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দেই। আমি আমার শতভাগ দেয়ার চেষ্টা করবো। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করব।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here