স্পোর্টস ডেস্কঃ এক সিরিজ পরই পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে শাহিন শাহ আফ্রিদিকে। তার পরিবর্তে বাবর আজমকে ফের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর আগে ভারতের মাটিতে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে নিজ থেকেই পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়েন বাবর। এরপর টেস্টে শান মাসুদকে ও টি-টোয়েন্টিতে আফ্রিদিকে অধিনায়কত্বের দায়িত্ব দেয় পিসিবি। কিন্তু ওয়ানডের অধিনায়কের স্থানটি ফাঁকা রেখে দেয় তারা।
অধিনায়ক হওয়ার পর একটি করে সিরিজে নেতৃত্ব দিয়েছেন মাসুদ ও আফ্রিদি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ ও নিউজিল্যান্ড সফরে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে পাকিস্তান। পিসিবি নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েই টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে আফ্রিদিকে সরিয়ে দেন মহসিন নকভি। আবারও ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব ফিরে পান বাবর। পাকিস্তান ক্রিকেটে চলমান আলোচনা-সমালোচনার মধ্যে জাতীয় দলের নেতৃত্ব হারিয়ে দিন দুয়েক আগে সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ এক পোস্ট করেছিলেন আফ্রিদি। যেখানে স্পষ্ট ছিল পিসিবির প্রতি তার অসন্তোষ। এর মাঝে হঠাৎ দলের বিশেষ প্রস্তুতি ক্যাম্পও ছেড়েছেন তিনি।
ক্যাম্প শেষের দিনদুয়েক আগে পারিবারিক কারণ দেখিয়ে বিদায় নেন আফ্রিদি। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ক্যাম্প ছাড়ার পরপরই তিনি সরাসরি নিজ বাড়ির উদ্দেশ্যে গিয়েছেন। বিবৃতিতে তারা এও জানায়, নিকটাত্মীয়ের অসুস্থতার কারণে ক্যাম্প ছাড়েন আফ্রিদি। যদিও পাকিস্তান অবজার্ভারের খবরে বলা হয়েছে, সেনাবাহিনীর চিফ অব আর্মি স্টাফ অসিম মুনীরের সঙ্গে ক্রিকেটারদের ইফতার ও ডিনার আয়োজনে আফ্রিদি যোগ দেবেন। এদিকে পিসিবি চলমান ক্যাম্প ছেড়েছেন মোহাম্মদ রিজওয়ান-শাহিবজাদা ফারহান। যদিও তারা ঠিক কী কারণে ক্যাম্প থেকে বিদায় নিয়েছেন তা স্পষ্ট করে বলা হয়নি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post