নিজস্ব প্রতিবেদকঃ বহুল কাঙ্খিত এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার সকালে মিরপুরের হোম অব ক্রিকেটে এক সংবাদ সম্মেলন করে ১৭ সদস্যের দল দিয়েছে বিসিবি। এশিয়া কাপের দলে চমক তানজিদ হাসান তামিমের নাম। তবে বাদ পড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এই অলরাউন্ডারকে বাদ দেওয়ার প্রসঙ্গে নিজেদের ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। যদি পুরোপুরি খোলাসা করেননি তিনি। কী কারণে বাদ দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে, সেই প্রসঙ্গে নান্নু জানিয়েছেন টিম ম্যানেজম্যান্টের সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে অধিনায়ক ও কোচের মত ছিল।
এই প্রসঙ্গে নান্নু বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লম্বা আলোচনা হয়েছে। তারপর টিম ম্যানেজম্যান্ট অনেক আলোচনার পর আমাদের কাছে একটা পরিকল্পনা দেয়, সামনে কীভাবে কোন দেশের সঙ্গে খেলবে। ওই চিন্তা-ভাবনা করেই কিন্তু রিয়াদকে বাদ দেওয়া হয়েছে। ম্যানেজম্যান্টের পরিকল্পনাকে আমরা মনে করেছি অবশ্যই এটা ভালো।’
‘যেহেতু প্রধান কোচের একটা পরিকল্পনা আছে টিম কীভাবে পরিচালনা করা হবে। সব আলোচনা হয়েছে, অধিনায়কের সঙ্গে আলোচনা হয়েছে।’ যোগ করেন প্রধান নির্বাচক।
মাহমুদউল্লাহকে নিয়ে আরও এক প্রশ্নের জবাবে নান্নু বলেন, ‘সাত-আট নম্বরে একজন অতিরিক্ত স্পিনার বা অলরাউন্ডার নিয়ে খেলা, সেই বিবেচনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post