নিজস্ব প্রতিবেদক:: বিপিএলে অধিনায়কত্বের প্রথম ম্যাচে বিধ্বস্ত হলো দুর্বার রাজশাহী। এনামুল হক বিজয়কে সরিয়ে দিয়ে দুর্বার রাজশাহী অধিনায়কত্ব তুলে ছিলো পেসার তাসকিনের আহমদের হাতে। নতুন অধিনায়কত্বে মাঠে নামা রাজশাহীকে রীতিমতো গুঁড়িয়ে দিয়েছে স্বাগতিক চিটাগাং কিংস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাট করা চিটাগাং কিংস ১৯১ রান তুলেছিলো। জবাবে ব্যাট করতে নামা দুর্বার রাজশাহী স্বাগতিকদের বোলিং তোপে মাত্র ৮০ রানেই গুটিয়ে গেছে। টানা দুই হারের পর ১১১ রানের বড় জয় তুলে নিয়েছে কিংসরা।
টস হেরে ব্যাট করতে নামা চিটাগাং ছক্কা নাঈম খ্যাত নাঈম ইসলামের হাফ সেঞ্চুরিতে ৮ উইকেটে ১৯১ রানের বড় লক্ষ্য দাঁড় করায়। নাঈমের সাথে জুটি গড়ে দারুণ ব্যাট করেছেন গ্রাহাম ক্লার্ক। হাফ সেঞ্চুরিয়ান নাঈম পাঁচ চার ও তিন ছক্কায় ৪১ বলে ৫৬ রান করেছেন। তিনে নামা গ্রাহাম ক্লার্ক ২৮ বলে করেছেন ৪৫ রান। তার ইনিংসে তিন ছক্কার সঙ্গে ছিলো দু’টি চারের মার। দু’টি করে চার ও ছক্কায় ২০ বলে ৩২ রান করেছেন চিটাগাংয়ের অধিনায়ক মিঠুন। ১৭ বলে ১৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন হায়দার আলী।
রাজশাহীর হয়ে তাসকিন ও মোহর ২টি করে উইকেট লাভ করেন।
১৯২ রানের টার্গেটে খেলতে নামা দুর্বার রাজশাহী স্বাগতিক চিটাগাং কিংসের বিধ্বংসী বোলিংয়ের মুখে পড়ে। ঘরের মাঠে চিটাগাংয়ের সাতজন বোারই বল করেছেন। সবাই পেয়েছেন উইকেটেরও দেখা। প্রতিপক্ষের বোলিং তোপে দাঁড়াতেই পারেনি রাজশাহী। ইনিংস সর্বোচ্চ ২১ রান করেছেন এনামুল হক বিজয়। ২১ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন তিন চারে। এক ছক্কায় ১৩ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান করেছেন আকবর আলী। এক অঙ্কের কোটা পেরুতে পারেননি অন্য কেউ।
চিটাগাংয়ের হয়ে সর্বোচ্ছ দু’টি করে উইকেট শিকার করেছেন শরিফুল ও নাঈম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০