স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক কে হবেন? সেই সিদ্ধান্ত একাই নেবেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরী বৈঠকেও পরিচালকেরা অধিনায়ক নির্বাচন করতে পারেননি। তারা বল পাঠিয়েছেন বিসিবি সভাপতির কোর্টে।
ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ ফোরামের বৈঠকেও অধিনায়ক কে হবেন সেটি চূড়ান্ত হয়নি। ফলে সভাপতি নাজমুল হাসান পাপনকে সিদ্ধান্ত নিতে বলেছেন পরিচালকেরা। দু’এক দিনের মধ্যেই সভাপতি নতুন অধিনায়ক বেছে নেবেন।
বিসিবির জরুরী সভা শেষে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান ও বোর্ড পরিচালক মোহাম্মদ জালাল ইউনুস সাংবাদিকদের জানিয়েছেন এসব কথা। তিনি বলেন, ‘আপনারা জানেন যে, আজকে আমাদের একটা জরুরি বৈঠক ছিল। এটা ডাকার জন্য একটা কারণ ছিল সেটা অধিনায়কত্বের ব্যাপারে। মূলত এশিয়া কাপের অধিনায়ক নির্বাচনের কথা ছিল। আমরা আজকে বোর্ড সভায় বসেছিলাম। পরে বোর্ড থেকে আমরা সবাই মাননীয় বোর্ড সভাপতিকে অধিনায়ক নির্বাচন করার জন্য, অধিনায়ক নির্বাচন করার জন্য আমরা উনাকে দায়িত্ব দিয়েছি। ’
বোর্ড সভাপতি সম্ভাব্য অধিনায়কদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন জানিয়ে জালাল ইউনুস বলেন, ‘উনি এখন ভেবেচিন্তে যে কয়জন সম্ভাব্য প্রার্থী আছে অধিনায়কত্বের জন্য তাদের সঙ্গে কথা বলে উনি আমাদের…আমরা ফাইনাল করব। আশা করি, আমরা দিন দুই-তিনের মধ্যে ১২ সেপ্টেম্বরের আগে আমাদের ডেডলাইন আছে, তার আগে আমরা ক্যাপ্টেন নির্বাচন করে আপনাদের জানিয়ে দেবো। ’
সবাই সভাপতিকে দায়িত্ব দিয়েছেন জানিয়ে তিনি সাংবাদিকদের আরো বলেন, ‘যেহেতু এখানে অনেক কিছু ইস্যু চলে আসছে মাননীয় সভাপতিকে সবাই বলেছে আপনি দায়িত্ব নিয়ে আপনি তাদের সাথে কথা বলেন এবং আমাদের নির্বাচিত যে অধিনায়ক হবে সেটা পরে জানিয়ে দেওয়া হবে। টেলিফোনের মাধ্যমে অবশ্যই আলাপ হয়েছে। নিশ্চয়ই নিজেদের মধ্যে কিছু ইস্যু আছে। ইতোমধ্যে আমরা আলাপ-আলোচনা করেছি। এগুলো পাবলিকলি বলছি না। আমাদের মধ্যে কিছু চিন্তা ভাবনা করতে হচ্ছে। সেইগুলো আমরা ভেবে চিন্তে করে আলোচনা করা সিদ্ধান্ত নেবো। ’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post