অধিনায়ক লিটনের সর্বকালের সেরা একাদশে আছেন যারা

0
83

নিজস্ব প্রতিবেদকঃ ক্রিকেটকে পছন্দ করা ব্যক্তিদের সর্বকালের সেরা একাদশ রয়েছে। সেখানে ব্যতিক্রম নন লিটন দাসও। টাইগারদের উইকেটরক্ষক ব্যাটার বৃহস্পতিবার এক বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। আর সেখানে লিটনকে বেঁছে নিতে বলা হয় সর্বকালের সেরা একাদশ।

একইসাথে বলা হয়, লিটন দাস সেই একাদশের অধিনায়ক থাকবেন। তখন লিটন দাস নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ বেঁছে নেন। সেই একাদশ বেঁছে নিতে গিয়ে লিটনকে দেখা যায় সাকিব আল হাসানের নাম ভুলে যেতে। তখন উপস্থাপিকা মনে করিয়ে দিলে, সাকিবের নাম রাখেন লিটন।

তবে লিটন নিজে এবং সাকিব ছাড়া আর অন্য কোনো বাংলাদেশিকে একাদশে রাখেননি। যার কারণে তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের নাম ছিল না। লিটন নিজে উইকেটরক্ষক থাকায়, অন্য কোনো উইকেটরক্ষক ব্যাটারকেও একাদশে রাখেননি।

অধিনায়ক লিটন দাসের পছন্দের সর্বকালের সেরা একাদশ
বীরেন্দ্রর শেবাগ, সনাৎ জয়সুরিয়া, শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন, শোয়েব আখতার, ওয়াসিম আকরাম ও চামিন্দা ভাস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here