নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ এক সেঞ্চুরির দেখা পেয়েছেন নুরুল হাসান সোহান। আর তার সেঞ্চুরির সাথে ফজলে রাব্বির ফিফটিতে ভর করেই ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আগে ব্যাট করে ৫০ ওভারে ২৫৬ রানে অলআউট হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জিততে হলে ব্রাদার্সকে তাই করতে হবে ২৫৭ রান।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপাকে পড়ে শেখ জামাল। ১৩ রানে দুই উইকেট হারিয়ে বসে দলটি। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ালেও, মাঝে আবার চ্যালেঞ্জের মুখে পড়ে দল। আর সেই চ্যালেঞ্জ থেকে দলকে উদ্ধার করেন ফজলে রাব্বি ও সোহান। সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে এক প্রান্ত আগলে ধরেন উইকেট। চতুর্থ উইকেটে দুজনের ১২০ রানের জুটিতে ভর করেই লড়াকু সংগ্রহ পায় শেখ জামাল।
৯৭ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কার মারে ১০১ রানের ইনিংস খেলে আউট হন সোহান। এর আগে ১০০ বলে ৮ বাউন্ডারিতে ৭৪ রানের ইনিংস খেলেছেন ফজলে রাব্বি।
ব্রাদার্সের হয়ে আবু জায়েদ রাহী ৩ উইকেট আর ওয়ালিদ শিকার করেছেন ২টি উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post