স্পোর্টস ডেস্ক:: বাবর আজম অধিনায়কত্ব থেকে পদত্যাগ করার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অধিনায়ক করেছিলো পেসার শাহিন আফ্রিদীকে। তবে এক সিরিজ পরেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে আবারো বাবর আজমকে অধিনায়ক করে পিসিবি।
অধিনায়ক করেই আবার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় শাহিন আফ্রিদী ক্ষুব্ধ হন এমন গুঞ্জন উঠে। দলে আফ্রিদী-বাবর বিবাদও তৈরি হয়। টি-২০ বিশ্বকাপেও ব্যর্থ হয় পাকিস্তান। বলা হয়, ক্রিকেটারদের নেতৃত্ব নিয়ে টানা হেঁচড়া, অভ্যন্তরীণ কোন্দলেই দল হিসেবে ব্যর্থ হয়েছে পাকিস্তান।
তবে শাহিন আফ্রিদী এবার উড়িয়ে দিলেন সেসব গুঞ্জন। জানিয়েছেন, নেতৃত্ব নিয়ে কখনো তিনি আগ্রহী নন। নেতৃত্ব দেওয়ার জন্যও খেলছেন না। তার ইচ্ছার বিরুদ্ধেই তাকে অধিনায়ক করা হয়েছিলো। তিনি শুধু দলের জন্য খেলতেই চান, নিজের সেরাটা দিতে চান।
শাহিন আফ্রিদী বলেন, ‘পাকিস্তান আমার কাছে প্রথম এবং প্রধান অগ্রাধিকার। তারপর এটি একটি দল। আমি আসি সবার পরে। আমি অতীত নিয়ে ভাবতে পছন্দ করি না। আমার কাজ হলোর বর্তমানে থাকা। এবং আমি ভবিষ্যতের কথাও ভাবি না। আপনার বর্তমান ভালো থাকলে ভবিষ্যতের জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারবেন। অধিনায়কত্ব আমার হাতে নেই এবং আমি কখনোই অধিনায়কত্বের জন্য আমার ক্রিকেট খেলিনি। আমি পাকিস্তানের হয়ে ক্রিকেট খেলতে চাই এবং সেটা সম্মানের সঙ্গে করবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post