নিজস্ব প্রতিবেদকঃ সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র পুরো টুর্নামেন্টেই খেলেছেন দুর্দান্ত ফুটবল। বাংলাদেশকে শিরোপা জেতাতে রেখেছেন বড় অবদান। জিতেছেন টুর্নামেন্ট সেরা ও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। বাংলাদেশের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তার অবদান সবচেয়ে বেশি।
ম্যাচশেষে শামসুন্নাহার বলেন, ‘জয়ের ফলে অনেক আনন্দিত। এর আগে দুই আসরে অধিনায়কত্ব করে ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারিনি, এই প্রথম শিরোপা জিতলাম। আমাকে নিয়ে সবার একটা আক্ষেপ ছিল। বলত, তুমি কেন শিরোপা আনতে পারো না? তোমার হাতে ট্রফি নাই। এবার আমি নিজের সর্বোচ্চটা দিয়েছি, আশা করেছি, এবার ঘরের মাঠে খেলা, ট্রফিটা যেন ঘরেই থাকে। সবচেয়ে বড় পাওয়া অধিনায়ক হিসেবে আমি চ্যাম্পিয়ন হয়েছি, আমার টিম চ্যাম্পিয়ন হয়েছে। এটা ভাগ্যের ব্যাপার। দলকে ধন্যবাদ।’
ইনজুরি নিয়েই খেলেছেন দলের অধিনায়ক। ম্যাচে গোলও পেয়েছেন। ম্যাচের পর তিনি বলেন, ‘আমি একটু ইনজুরিতে ছিলাম। তবুও আমি চেষ্টা করেছিলাম। আমি যদি না থাকি তাহলে আমার দল সমস্যায় পড়তে পারে। আমি আমার সবোর্চ্চটা দিয়ে খেলার চেষ্টা করেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০