অধিনায়ক হিসেবে নিজেকে প্রস্তুত মনে করছেন শান্ত

0
78

নিজস্ব প্রতিবেদকঃ নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বিশ্বকাপে দুই ম্যাচে নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। শনিবার নিজেদের শেষ ম্যাচে তার নেতৃত্বেই দল মাঠে নেমেছিল। কিন্তু কাঙ্খিত ফল পায়নি। টাইগারদের বিশ্বকাপ শেষ হয়েছে ৮ উইকেটের হারে। এর আগে ভারত ম্যাচেও দলকে জেতাতে পারেন নি শান্ত।

বিশ্বকাপ শেষ হতেই কথা উঠছে বাংলাদেশের ভবিষ্যতের অধিনায়ক নিয়ে। বিশ্বকাপে আসার আগে এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন, ‘বিশ্বকাপের পর একদিনও অধিনায়ক থাকার ইচ্ছে নেই।’ সেক্ষেত্রে সাকিবের পর কে হবেন অধিনায়ক? অবশ্য নিজের অবস্থান জানিয়ে রাখলেন শান্ত। পুনেতে আজ ম্যাচ শেষে তিনি জানান, বাংলাদেশের নতুন অধিনায়ক হতে তিনি তৈরি।

সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘বেশ কিছুদিন ধরেই তো করছি। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমি প্রস্তুত। এবং যদি সুযোগ আসে তাহলে এটা ভালোভাবে করার জন্যই প্রস্তুত।’ বয়সভিত্তিক পর্যায়ে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতা আছে তার। বাঁহাতি এই ব্যাটার মনে করেন, অনেক কিছু শেখার ছিল এবারের বিশ্বকাপে। শান্ত বলেন, ‘অধিনায়কত্বের ব্যাপার যেটা বললেন দুটো ম্যাচই জিততে পারিনি। কিন্তু অনেক কিছু শেখার ছিল দুটা বড় দলের বিরুদ্ধে চাপ ছিল। আমার মনে হয় অনেক কিছু শিখতে পেরেছি এবং এটা ভবিষ্যতে কাজে দেবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here