স্পোর্টস ডেস্কঃ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। হারারেতে বিকাল ৫টায় শুরু হবে ম্যাচটি। এর আগে অনুষ্ঠিত হয়েছে টস।
যেখানে জিতেছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামতে হচ্ছে নুরুল হাসান সোহান নেতৃত্বাধীন বাংলাদেশকে। এই প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলকে নেতৃত্ব দিতে নেমে টস হেরেছেন সোহান।
নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আছেন বিশ্রামে। বিশ্রামে দেওয়া হয়েছে আরেক সিনিয়র মুশফিকুর রহিম। এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। আর টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। চার সিনিয়র না থাকার ভিড়ে তারুণ্যনির্ভর দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এক নতুন দিনের শুরু ধরা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে। বিসিবি তো বটেই, ক্রিকেটপ্রেমীদের পুরো চোখ থাকবে এই সিরিজের দিকেই। বাংলাদেশ ও জিম্বাবুয়ে দুই দলই চাইবে জয় দিয়ে সিরিজ শুরু করতে। এবার দেখার পালা, কারা সেখানে সফল হয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা