স্পোর্টস ডেস্ক: মেহেদী হাসান মিরাজ অলরাউন্ডার। ব্যাটে-বলে পারফর্ম করে গত যুব বিশ্বকাপে তিনি সেরা খেলোয়াড় হয়ে ছিলেন। তার ব্যাটেই কোয়ার্টার ফাইনাল বাঁধা পেরিয়ে প্রথম বারের মত সেমিফাইনাল খেলছিলো বাংলাদেশ।
সেই মিরাজকেই বিপিএল তার দল সবার শেষ ব্যাটসম্যান হিসেবে উইকেটে নামালো। এ নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। তবে দলীয় অধিনায়ক সাব্বির জানালেন এবার তার কারণ। রাজশাহী কিংসের হয়ে মিরাজকে ১০ নম্বরে ব্যাট করতে দেখে অবাক হয়েছেন সমর্থকরা। এ ব্যাপারে নিজের অভিব্যক্তি জানান মাহমুদুল্লাহও।
বুধবার খুলনার বিপক্ষে পাকিস্তানের পেসার মোহাম্মদ সামির পরে ব্যাটিংয়ে নামেন মিরাজ। মিরাজ যখন ক্রিজে তখন রাজশাহীর দরকার তিন বলে চার রান। এমন মুহূর্তে স্ট্রাইকই পাননি মিরাজ।
সে দিন মিরাজকে ১০ নম্বরে ব্যাটিংয়ে পাঠানোর ব্যাখ্যা দিয়েছেন সাব্বির রহমান। অনেকেই মনে করছিলেন দলীয় অধিনায়ক সাব্বিরের চাহিদাতেই মিরাজ সবার শেষে ব্যাটিংয়ে নেমে ছিলেন।
সাব্বির জানান, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অত নিচে ব্যাটিংয়ে নেমেছিলেন মিরাজ। কে কোথায় ব্যাট করবে সিদ্ধান্ত সব সময় টিম ম্যানেজমেন্টই নেয়।
তিনি বলনে, ‘ক্রিকেট দলীয় খেলা, ব্যক্তিগত কোনো খেলা নয়। (মিরাজকে) দলই সেখানে পাঠিয়েছে। এটা ম্যানজমেন্টের সিদ্ধান্ত ছিল’।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বাব./০০