স্পোর্টস ডেস্ক:: ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই অনলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করছে। আগামি ২৫ আগস্ট থেকে শুরু হবে অনলাইনে টিকিট বিক্রির কার্যক্রম।
দর্শকদের অনলাইনে টিকিট কিনতে হলে তার আগে রেজিষ্ট্রেশন করতে হবে। আইসিসি বিশ্বকাপের ওয়েবসাইট https://www.cricketworldcup.com/ এই ওয়েবসাইটে প্রবেশ করে আগামি ১৫ আগস্টের মধ্যে রেজিষ্ট্রেশন করতে হবে সমর্থকদের। এরপর ২৫ আগস্ট থেকে নির্ধারিত দিনে নির্ধারিত ম্যাচের টিকিট কিনতে হবে।
পর্যায় ক্রমে প্রতিটি ম্যাচের টিকিট ছাড়া হবে অনলাইনে। চাহিদার উপর ভিত্তি করেই নির্ধারণ করা হবে অনলাইনে টিকিট বিক্রির সংখ্যা। ভারতীয় বোর্ড সর্বনিম্ন ৬৫০ রুপি থেকে ৩০০০ হাজার রুপি পর্যন্ত নির্ধারণ করেছে টিকিটের দাম। একেক ভেন্যুতে একেক দামের টিকিট থাকছে।
গুরুত্বপূর্ণ ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে বেশি, কমগুরুত্বপূর্ণ ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে কম। সর্বনিম্ন ৬৫০ রুপিতে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ। গ্রুপ পর্বে সর্বোচ্চ দামের টিকিট হবে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট। ভেন্যু ভিত্তিক স্থানীয় অঞ্চল ভেদে নির্ধারণ করা হচ্ছে টিকিটের মূল্য।
অনলাইনে টিকিট কিনলেও দর্শকদের তা সংগ্রহ করতে হবে। অর্থাৎ প্রিন্ট করা টিকিট নিয়েই স্টেডিয়ামে প্রবেশ করতে হবে সমর্থকদের। বিসিসিআই জানিয়েছে ২৫ আগস্ট থেকে ভারত ছাড়া অন্য দলের প্রস্তুতি ম্যাচ এবং বিশ্বকাপের ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। ৩০ আগস্ট থেকে গুয়াহাটি ও তিরুভানান্তপুরমে ভারতের যে প্রস্তুতি ম্যাচ রয়েছে, তার টিকিট বিক্রি শুরু হবে।
সিএবি কর্তারা বলছেন, সাধারণ মানুষের সাধ্যের কথা মাথায় রেখেই টিকিটের দাম নির্ধারন করা হচ্ছে। সর্বনিম্ন মূল্যে দেখা যাবে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ম্যাচ। ইডেনের আপার টায়ারে বসে এই ম্যাচ দেখতে হলে খরচ করতে হবে ৬৫০ রুপি। ‘ডি’ বা ‘এইচ’ ব্লকে বসে খেলা দেখতে চাইলে ১০০০ রুপির টিকিট কাটতে হবে। ‘বি’, ‘সি’, ‘কে’ এবং ‘এল’ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০০ রুপি করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০