অনিচ্ছুক মুস্তাফিজের পক্ষে সাকিব!

0
7

স্পোর্টস ডেস্কঃ প্রায় সাত বছরের মুস্তাফিজুর রহমানের টেস্ট ক্যারিয়ার। তবে এই সময়ে সর্বসাকুল্যে ১৪ ম্যাচ খেলেছেন বাঁহাতি এই পেসার। অন্য দুই ফরম্যাটে সমানতালে খেললেও ক্রিকেটের রাজকীয় সংস্করণে বলতে গেলে তিনি খেলেনই না। সীমিত ওভারের ক্রিকেটে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য পাওয়া মুস্তাফিজকে জোর করে টেস্টে খেলানো উচিত নয় বলেই মনে করেন সাকিব আল হাসান।

অ্যান্টিগায় বৃহস্পতিবার শুরু হওয়া ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব জানান, মুস্তাফিজ যদি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পছন্দ করেন তবে তার সেই সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত।

অনিচ্ছুক মুস্তাফিজ প্রসঙ্গে সাকিব বলেন, ‘একেকজনের পছন্দ একেকরকম থাকতে পারে। কাউকে উদ্বুদ্ধ করার কিছু নেই। মুস্তাফিজ যদি মনে করে যে ও ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে চায়, ওটা যদি ওর জন্য ভালো হয় তাহলে আমার মনে হয় সেটাই আমাদের সম্মান করা উচিত।’

সাকিব নিশ্চিত, এই দুই ম্যাচে সেরাটাই পাবেন ফিজের কাছ থেকে। সাকিবের ভাষ্য, ‘সে এই সিরিজে আছে, আমার মনে হয় নিশ্চিত ও মোটিভেটেড এই দুইটা ম্যাচ খেলার জন্য। এটাই এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে উইন্ডিজ-বাংলাদেশ প্রথম টেস্ট।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here