অনিয়ম করে ১০ পয়েন্ট কাঁটা জুভেন্টাসের, চ্যাম্পিয়ন্স লিগে খেলা অনিশ্চয়তায়

0
40

স্পোর্টস ডেস্কঃ মৌসুম যখন শেষের দিকে, তখন বড় ধাক্কা খেল জুভেন্টাস শিবির। সিরি আ’তে তুরিনের ক্লাবটির ১০ পয়েন্ট কাঁটা গেছে। দলবদলে অনিয়ম করায় নতুন করে শুনানিতে দোষী সাব্যস্ত হওয়ায়, জুভদের শাস্তি দেওয়া হয়েছে।

চলতি বছরের জানুয়ারিতে লিগে জুভেন্টাসকে ১৫ পয়েন্ট জরিমানা করে ইতালির এক ফুটবল আদালত। তবে এপ্রিলে ইতালির শীর্ষ ক্রীড়া আদালত আগের রায় পর্যালোচনা করতে জানায়। স্থগিত করা সেই জরিমানা। এবার ইতালির ফুটবল আদালতে মঙ্গলবার নতুন এই রায় দেওয়া হয়। দলবদলের চুক্তি সম্পর্কিত নানা অনিয়মের দায়ে ১০ পয়েন্ট কাঁটার রায় দেওয়া হয়।

নতুন করে ১০ পয়েন্ট কাঁটার ফলে জুভেন্টাসের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা অনিশ্চয়তার মুখে পড়েছে। কেননা সিরি আ’তে এক লাফে পয়েন্ট টেবিলে ৭’এ নেমে গেছে দলটি। এমন এক সময়ে রায়টি এসেছে, যখন কিনা এম্পোলির বিপক্ষে জুভেন্টাসের ম্যাচের ঠিক আগমূহুর্ত। ম্যাচ শুরুর মাত্র ১০ মিনিট আগে আসে।

সেই ম্যাচে আবার ৪-১ গোলের বিশাল হার দেখে জুভেন্টাস। ম্যাচ শেষে ৩৬ ম্যাচে ২১ জয় ৬ ড্র ও ৯ হারে ৫৯ পয়েন্ট দলটির নামের পাশে। দশ পয়েন্ট না কাঁটলে ৬৯ পয়েন্ট থাকতো ক্লাবটির। টেবিলের দুই নম্বরে থাকতো এখন। কিন্তু ৭’এ নেমে যাওয়ায় বিশাল ক্ষতি হয়ে গেছে জুভেন্টাসের।

এর আগে জানুয়ারিতে পয়েন্ট কাঁটার পাশাপাশি জুভেন্টাসের সাবেক সভাপতি আগনেল্লিসহ সাবেক ও বর্তমান মিলিয়ে ১১ জন পরিচালককে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞাও দিয়েছিল আদালত। এর মধ্যে ক্লাবের সাবেক সহ-সভাপতি নেদভেদকে দেওয়া হয়েছিল ৮ মাসের নিষেধাজ্ঞা। তবে এপ্রিলের রায়ে নেদভেদসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি আবারও পর্যালোচনা করতে বলা হয়।

সবশেষ এবারের নতুন করে রায়ে নেদভেদসহ ক্লাবটির সাত কর্মকর্তা মামলা থেকে মুক্তি পেয়েছেন। তবে আগনেল্লি, সাবেক ক্রীড়া পরিচালক ফ্যাবিওসহ বেশ কয়েক জনের দীর্ঘ নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here