স্পোর্টস ডেস্কঃ ইংলিশ লিগ কাপের রাউন্ড অফ সিক্সটিন থেকে বিদায় নিতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। নিজেদের মাঠেই ধরাশায়ী হয়েছে এরিক টেন হাগের দল। নিউক্যাসেলের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে হেরেছে রেড ডেভিলরা।
ইউনাইটেড প্রথম রাউন্ডে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে রাউন্ড অফ সিক্সটিনে আসে। গত রাতে নিউক্যাসল ম্যাচের প্রথমার্ধে দুই গোল খেয়েই ম্যাচ থেকে ছিটকে যায় টেন হাগের দল। দ্বিতীয়ার্ধে ব্যবধানটা আরেকটু বাড়ান ইংলিশ মিডফিল্ডার জো উইলক। তাতে বিদায় নিশ্চিত হয়ে যায় ওল্ড ট্রাফোর্ডের দলটির।
এদিকে লিগ কাপে লজ্জার বিদায়ের পর দুঃসংবাদ শুনতে হয়েছে ইউনাইটেডকে। দলটির তারকা মিডফিল্ডার কাসেমিরো চোটে পড়েছেন। ছিটকে গেছেন অনির্দিষ্টকালীন সময়ের জন্য। কোচ টেন হাগ নিশ্চিত করেছেন, প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে সামনের ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার। আগামী শনিবার ফুলহ্যামের বিপক্ষে খেলবে ইউনাইটেড।
গত মাসে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার সময় অ্যাঙ্কেলে চোট পেয়েছিলেন কাসেমিরো। তাতে মিস করেন তিনটি ম্যাচ। এবারে এই মিডফিল্ডারের চোট প্রসঙ্গে টেন হাগ বলেন, ‘বিরতির ঠিক আগে (নিউক্যাসল ম্যাচে) সে চোট পেয়েছিল। সে কারণেই তাকে উঠিয়ে নিতে হয়েছিল। আমাদের ২৪ ঘন্টা অপেক্ষা করতে হবে, তবে আমি মনে করি শনিবারের (ফুলহ্যাম ম্যাচ) জন্য অবশ্যই সে ছিটকে গেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post