স্পোর্টস ডেস্ক:: শেষ পর্যন্ত বেরসিক বৃষ্টি আঘাত হানলো সিরিজের শেষ টি-২০ ম্যাচে। গায়ানায় তৃতীয় টি-২০ ম্যাচটিও যথা সময়ে শুরু হচ্ছে না। পিছিয়েছে টসের সময়ও। রাত সাড়ে ১১টায় ম্যাচটি শুরুর হওয়ার কথা থাকলেও বৃষ্টিতে শুরু হয়নি যথা সময়ে। বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় টস অনুষ্টিত হতে পারে। সেক্ষেত্রে খেলা শুরু হবে রাত ১২টায়।
সকাল থেকেই বৃষ্টি হচ্ছে গায়ানায়। বৃষ্টি জ্বলে ম্যাচটি কার্টেল ওভারে অনুষ্টিত হতে পারে। তবে ম্যাচ শুরুর আগে বৃষ্টি থামলেও যথা সময়ে টস করা যায়নি। মূলত আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচ শুরুর সময় পেছানো হয়। ডোমিনিকায়ও বাজে আউটফিল্ডের কারণে প্রথম টি-২০ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়।
সিরিজের তৃতীয় ম্যাচটিও বাজে আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। তিন ম্যাচের টি-২০ সিরিজে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে আছে ১-০ ব্যবধানে। আজ জিতলেই সিরিজ জিতবে স্বাগতিকরা। বাংলাদেশ জয় দিয়ে সিরিজ সমতায় শেষ করতে চাইবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০