স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের নারী ফুটবলাররা নিয়মিতই দেশের বাইরে খেলছেন। এবার জাতীয় দলের অধিনায়ক সাবিনারপর আরেক ফুটবলার যাচ্ছেন ভারতে। দেশটির ঐতিহ্যবাহীক্লাব ইস্টবেঙ্গলে খেলার প্রস্তাব পেয়েছেন সানজিদা আক্তার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনও সানজিদাকে ছাড়পত্র দিয়েছে। ঐতিহ্যবাহী ক্লাবটিতে খেলার সুযোগ পেয়ে সানজিদাও দারুণ খুশি। বাংলাদেশের প্রয়াত কিংবদন্তী ফুটবলার মোনেম মুন্নাও খেলে ছিলেন ইস্টবেঙ্গলের হর্য়ে। এবার ঐতিহ্যবাহী ক্লাবটিতে খেলার সুযোগ পেলেন সানজিদা।
বাফুফের মহিলা বিভাগের প্রধান মাহফুজা আক্তার কিরণ সানজিদার খেলার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ‘ফেব্রুয়ারিতে লিগ শুরুর কথা থাকলেও সম্ভবত আমরা সে সময়টায় লিগ আয়োজন করতে পারব না, আমাদের মাঠ সমস্যা আছে। আমাদের দুই মাস সময় লাগতে পারে। যেহেতু একটা সুযোগ এসেছে, আমি ওদের সুযোগটা হাতছাড়া করতে দিইনি। খেলে আসুক। খেলা ভালো। সাবিনা আজ চলে গেছে। সানজিদাও কয়েক দিনের ভেতর চলে যাবে।’
ভারতীয় মেয়েদের সর্বোচ্চ স্তরের লিগের ইস্টবেঙ্গল আছে পঞ্চম স্থানে।সবার শীর্ষে উড়িষ্যা এফসি। বাংলাদেশের অধিনায়ক সাবিনারক্লাব কিকস্টার্স এফসি আছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post