স্পোর্টস ডেস্ক:: ফিফার এজেন্ট হতে হলে বসতে হয় পরীক্ষায়। বিশ্বের বিভিন্ন দেশের ৩ হাজার ৮০০ জন অংশ নিয়ে পাস করেন ১হাজার ৯৬২ জন। তাদের মধ্যে একজন বাংলাদেশীও আছেন। ফিফার অনুমোদিত এজেন্ট হলে কাজ করতে কোনো বাধা থাকে না।
তবে এই এজেন্ট পরীক্ষায় পাস করাটা বেশ কঠিন। ফিফার সব আইনই জানা থাকতে হয়, গঠনতন্ত্র থেকে শুরু করে ফুটবলের যাবতীয় সব কিছুই জানা থাকতে হয়। ২০ প্রশ্নের পলীক্ষায় পাস করতে হয়ে ৭৫ শতাংশ মার্ক তুলতে হয়। কঠিন এই পরীক্ষা উতরে গেছেন বাংলাদেশের নিলয় বিশ্বাস। তিনিই বাংলাদেশের প্রথম ফিফা অনুমোদিত এজেন্ট।
নিলস বিশ্বাস এক সময় ফুটবল খেলতেন। তবে ইনজুরিতে পড়ে ছাড়তে হয় মাঠের মায়া। ২০১৭ সাল থেকে এজেন্ট হিসেবে কাজ শুরু করেন। অবশেষে ফিফার পরীক্ষায় বসে পেলেন অনুমতিও। এখন থেকে পৃথিবীর সবখানেই তিনি কাজ করতে পারবেন। তার কাজ মূলত কোচ এবং ফুটবলারদের সাথে দলগুলোর যোগাযোগ করিয়ে দেওয়া।
এখন থেকে আরো পরিসরে ফুটবলার এবং কোচদের কেনাবেচা, চুক্তিতে কাজ করতে পারবেন তিনি। এজন্য গড়ে তুলছেন নিজস্ব প্রতিষ্ঠানও। বেঙ্গল সকার এজেন্সি’র নামেই কাজ করবেন বাংলাদেশের প্রথম এই ফিফা এজেন্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post