অনুর্ধ্ব -১৮ হকি চ্যাম্পিয়নশীপ অাজ থেকে

0
27

স্পোর্টস ডেস্ক: এশিয়ান হকি অনুর্ধ্ব -১৮ চ্যাম্পিয়ান শীপ মাঠে গড়াচ্ছে আজ থেকে। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল ৩ টায় বাংলাদেশ ভারতের মধ্যেকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে যুবাদের বিশ্ব হকি।

টুর্ণামেন্ট শুরুর আগেই নিরাপত্তা ইস্যু দেখিয়ে ঢাকায় আসে নি জাপান দল। তাই গ্রুপ পর্বে ৮ দলের পরির্বতে খেলবে ৭ দল। পুল এ তে জাপান ছিলো বাংলাদেশ দলের প্রতিপক্ষ ছিলো।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৭ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে। টুর্ণামেন্টের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা।

পুল এ : বাংলাদেশ, ভারত,ওমান।

পুল বি : পাকিস্তান, চীন, চাইনিজ তাইপে,হংকং।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here