অনুর্ধ্ব-১৯ দল ঘোষণা

0
44

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ঘোসণা করা হয়া হয়েছে। অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৫ সদস্যের চূড়ান্ত দলে সাইফ হাসানকে অধিনায়ক করা হয়েছে। চলতি বছর যুব বিশ্বকাপ খেলা দলটির দুইজন ক্রিকেটার আছেন এই দলে। ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ সাইফ হাসান ছাড়াও পেস বোলার আব্দুল হালিম আছেন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত যুব এশিয়া কাপের স্কোয়াডে।

১৫ সদস্যের দল ছাড়াও অপেক্ষমাণ তালিকায় আরও চারজন ক্রিকেটার রাখা হয়েছে।

টুর্নামেন্ট উপলক্ষে আগামী ১৯ নভেম্বর বিসিবি একাডেমিতে ক্যাম্প শুরু হবে যুব ক্রিকেটারদের। ক্যাম্পে মূল স্কোয়াডসহ অপেক্ষমাণ ক্রিকেটারদেরকেও ১৮ নভেম্বর বিকাল চারটায় রিপোর্ট করতে বলা হয়েছে।

এশিয়া কাপে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও আয়োজক শ্রীলঙ্কা অংশ নেবে। এছাড়া সহযোগী দেশগুলোর মধ্যে আফগানিস্তান, নেপাল, সিঙ্গাপুর ও মালয়েশিয়া অংশ নেবে।

বাংলাদেশ দল : মোহাম্মদ সাইফ হাসান (অধিনায়ক), আরিফ হোসেন (সহ-অধিনায়ক), সজিব হোসেন, নাজমুল আলম, আমিনুল ইসলাম বিপ্লব, রায়হান রাফসান রহমান, হাবিবুর রহমান, মোহাম্মদ রাকিব, মাহিদুল ইসলাম ভূঁইয়া, নাঈম হাসান, সাখওয়াত হোসেন, কাজী অনিক ইসলাম, ইয়াসিন আরাফাত, মুকিদুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল হালিম।

অপেক্ষমাণ তালিকা : হাসান মাহমুদ, শাহদাত হোসেন, আব্বাস মুসা ও আকবর আলী।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ঢাটা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here