স্পোর্টস ডেস্ক:: নির্ধারিত সময়ের পরে অনুশীলনে আসলে জরিমানা দিতে হবে ৫৬ হাজার টাকা, ম্যাচের দিন দেরি করে আসলে জরিমানা ১ লাখ টাকা। খালি গায়ে গোসল কলে ১১ হাজার আর জন্মদিনের কেক আনতে ভুলে গেলেও আছে জরিমানা। এমন জরিমানায় আটকা পড়ছেন অ্যাস্টন ভিলার ফুটবলাররা।
প্রিমিয়ার লিগের ক্লাবটি কোচ স্টিভেন জেরার্ড নতুন এসব নিয়ম চালু করেছেন। বেশ আগ থেকেই তিনি কড়া হেড মাস্টার হিসেবেই পরিচিত। অ্যাস্টন ভিলার দায়িত্ব নিয়ে আরো কড়াকড়ি করছেন নিয়মে। এই কোচ নিয়ম জারি করেছেন, কোনো ফুটবলার অনুশীলনে দেরি করে আসলে ৫০০ পাউন্ড জরিমানা দিতে হবে। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় ৫৭ হাজার টাকা। খালি গায়ে গোসল করলে জরিমানা১০০ পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় প্রায় ১১ হাজার টাকা।
কোনো ফুটবলার নিজের জন্মদিনের কেক আনতে ভুলে গেলে তাকে জরিমানা গুণতে হবে ৫০ পাউন্ড। তবে সবচেয়ে বড় জরিমানা গুণতে হবে ম্যাচের দিন সময় মতো রিপোটিং করতে না পারলে। ম্যাচ ডেতে দেরিতে আসলেই জরিমানা গুণতে হবে ১০০০ পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় ১ লাখের বেশি টাকা। টিম মিটিংয়ে দেরিতে প্রতি সেকেন্ডে জরিমামান ২০০ পাউন্ড।
তামাকের থুতু যেখানে সেখানে ফেললে অ্যাস্টন ভিলার ফুটবলারদের জরিমানা দিতে হবে ২০০ পাউন্ড। হলুদ কার্ড দেখলেও জরিমানা ২০০ পাউন্ড। আর যদি কোনো ভাবে লাল কার্ড দেখেন কোনো ফুটবলার, তাহলে জরিমানা পরবর্তী এক সপ্তাহের মধ্যে পুরো দলকে নিয়ে হোটেলে খাওয়াতে হবে।
ইংলিশ ক্লাবটির এমন জরিমানার খবর ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে চলছে তুমুল আলোচনা। নেট দুনিয়ায় ভক্ত সমর্থকেরা মেতেছেন রসিকতায়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০