স্পোর্টস ডেস্কঃ সেঞ্চুরিয়নে গত ১৫ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে ব্যাট করতে নেমে জেরল্ড কোয়েতজির বাউন্সারে বাম হাতে আঘাত পান ট্রাভিস হেড। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে স্ক্যানে চিড় ধরা পড়ে তার। ফলে দলের সাথে ভারতে আসা হয় নি অস্ট্রেলিয়ার এই তারকার।
বিশ্বকাপে শুরুর দিকে কয়েক ম্যাচ খেলতে পারবেন না হেড। ক্রিকেট অস্ট্রেলিয়া আগেই জানিয়েছিল এই খবর। তবে বিশ্বকাপ খেলার ভাবনায় আস্তে আস্তে নিজের পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গেছেন হেড। শুক্রবার থেকে থ্রো ডাউনে ব্যাটিং শুরু করা হেড পুরোদমে নেটে ব্যাটিংও চালিয়ে যাচ্ছেন। ফলে প্রত্যাশার চেয়ে আগেই সেরে উঠেছেন তিনি।
নিজের চোট নিয়ে কথা বলতে গিয়ে হেড বলেন, ‘সবকিছু ভালোমতো হচ্ছে। আমরা যেরকমটা আশা করেছিলাম, সম্ভবত তার চেয়ে ভালোভাবে। যখন আমরা সিদ্ধান্ত নেই অস্ত্রোপচার না করানোর— করলে সেরে উঠতে ১০ সপ্তাহ সময় লেগে যেত এবং আমাদের বলা হয়েছিল, আবার খেলা শুরুর আগে অন্তত ৬ সপ্তাহ হাতে স্প্লিন্ট (ভাঙা হাড় যথাস্থানে আটকে রাখার বন্ধনফলক) রাখতে হবে।’
অস্ট্রেলিয়ার এবারের বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে ভারতের কাছে ৬ উইকেটে, দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১৩৪ রানে হারে প্যাট কামিন্সের দল। আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। পরের ম্যাচ শুক্রবার পাকিস্তানের বিপক্ষে। সেদিনই ভারতে পৌঁছাবেন হেড। ধারণা করা হচ্ছে বাবর আজমদের বিপক্ষে খেলবেন না তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post