অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

0
2726

স্পোর্টস ডেস্কঃ ইন্দোনেশিয়া চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের ধাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ খুদে আলবেসেলিস্তেরা উড়িয়ে দিয়েছে পোল্যান্ডকে। জাকার্তায় শুক্রবার বিকেলে ৪-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।

জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচে প্রথমার্ধে আর্জেন্টিনার লিড ছিল ১-০ ব্যবধানে। ৩৩তম মিনিটে তাদের এগিয়ে দেওয়া গোলটি করেন থিয়াগো লাপলেস। দ্বিতীয়ার্ধে আর্জেন্টাইন যুবারা আরও আগ্রাসী হয়ে ওঠে। বিরতির পর প্রথম মিনিটেই লিড ব্যবধান দ্বিগুণ করেন অগাস্টিন রবার্ত। এরপর ৫১ এবং ৮৫ মিনিটে আরও দুই গোল করেন ইয়ান সুবিয়াব্রে ও সান্তিয়াগো লোপেজ।

জাপানকে ৩-১ ও পোল্যান্ডকে ৪-০ গোলে হারানো আর্জেন্টিনা ‌’ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই খেলবে শেষ ষোলোতে। এই গ্রুপ রানার্সআপ হয়েছে সেনেগাল। তাদের পয়েন্টও ৬। গোলগড়ে সেনেগালকে পেছনে ফেলেছে আর্জেন্টিনা। এদিকে সেনেগালের সমান পয়েন্ট পেলেও জাপানকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে গোলগড়ে পিছিয়ে থাকায়।

এদিকে আগেই বিদায় নিশ্চিত হওয়া পোল্যান্ড যুবারা আজ আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলে নি। গোল না পেলেও ম্যাচজুড়ে সমান পাল্লা দিয়ে লড়েছিল পোলিশরা। বল দখল ও শট নেওয়ার দিক থেকেও তারা লাতিন জায়ান্টদের কাছাকাছিই ছিল। আর্জেন্টিনার দখলে বল ছিল ম্যাচের ৫১ শতাংশ জুড়ে। আকাশি-সাদা জার্সিধারীদের ২৫টি শটের ১২টিই ছিল গোলের লক্ষ্যে। বিপরীতে ২০ শটের কেবল ৬টি লক্ষ্যে রাখতে পারে পোলিশরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here