নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৮ ডিসেম্বর থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর শুরু হতে যাচ্ছে দুবাইতে। সেই টুর্নামেন্টকে সামনে রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক আহরার আমিনের পরিবর্তে মাহফুজুর রহমানকে দেওয়া হয়েছে নেতৃত্বের ভার।
আগামী ৬ ডিসেম্বর আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। তারা খেলবে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে তাদের সঙ্গী স্বাগতিক আরব আমিরাত, শ্রীলঙ্কা ও জাপান। টাইগারদের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় ম্যাচে ১১ ডিসেম্বর টাইগাররা মুখোমুখি হবে নেপালের। খেলাটি হবে আইসিসি অ্যাকাডেমি ওভাল ২ মাঠে।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাব্বিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আইসিসি অ্যাকাডেমি ওভাল ১ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। আসরের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে শুক্রবার ১৫ ডিসেম্বর। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।
বাংলাদেশ দল- মাহফুজুর রহমান (অধিনায়ক), আশিকুর রহমান, জিশান আলম, চৌধুরী রিজওয়ান, আদিল সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান, রোহানাত দৌলা, ইকবাল হাসান, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।
স্ট্যান্ডবাই- রিজান হোসেন, নাঈম আহমেদ ও জিহাদুল হক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post