স্পোর্টস ডেস্ক: দীর্ঘ প্রায় ১৪ মাস থেকে টেস্ট ক্রিকেটে নেই বাংলাদেশ। তাই মুশফিকুর রহিমকে কেউ ক্যাপ্টেন বলে ডাকছে না। এর আগে নিয়মিতই ক্যাপ্টেন ডাক শুনতেন তিনি। তিন ফরমেটের দায়িত্বই ছিলো তার কাঁধে। তবে শেষ দুই বছর থেকে তিন ফরমেটের নয়, মাত্র টেস্টের অধিনায়ক তিনি।
দীর্ঘ কয়েক মাস পর ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ দিয়ে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
সর্বশেষ গত বছর জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। প্রায় ১৪ মাস পর ইংল্যান্ড সিরিজ দিয়ে বৃহস্পতিবার থেকে আবার টেস্টে ফিরছে টাইগাররা।
অন্যদিকে বাংলাদেশ গত একটা বছর একের পর এক ওয়ানডে সিরিজ খেললেও টেস্ট খেলাই হয়নি। তাই স্বাভাবিকভাবে অধিনায়ক হিসেবে দীর্ঘদিন সংবাদ সম্মেলেনে আসা হয়নি মুশফিকের।
টেস্ট শুরুর আগের দিন অর্থাৎ বুধবার সংবাদ সম্মেলনে এসে তাকে সাংবাদিকরা ক্যাপ্টেন সম্বোধন করতেই, মুশফিক হেসে বলে ওঠেন ‘অনেকদিন পর ক্যাপ্টেন ডাক শুনলাম, ভালোই লাগল। আনন্দও হচ্ছে খুব।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০