স্পোর্টস ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ে মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে খেলেছে বাংলাদেশ। গতরাতে লেবাননের বিপক্ষে ম্যাচটিতে ৪ গোল হজম করেছে হাবিয়ের কাবরেরার দল। প্রথমার্ধে ২ গোল হজম করা বাংলাদেশ দ্বিতীয়ার্ধেও হজম করে সমান গোল। হ্যাটট্রিকে জাতীয় দলের হয়ে নিজের বিদায়ী ম্যাচ রাঙান লেবানন অধিনায়ক হাসান মাতুক।
ম্যাচ শেষে বাংলাদেশ কোচ কাবরেরা জানান ম্যাচের শুরুতে হজম করা গোলেই পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল। তিনি বলেন, ‘অনেক প্রত্যাশা নিয়ে এই ম্যাচ খেলতে এসেছিলাম আমরা। যেটা এ ম্যাচটিকে আমাদের জন্য আরও কঠিন করে তুলেছিল। বিশেষ করে এই হার আমাদের জন্য কঠিন ফল। হতাশাজনক। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারতাম, অনেক বাংলাদেশি সমর্থকের সামনে, কিন্তু পেনাল্টির কারণে শুরুতেই পরিস্থিতি জটিল হয়ে গেল। তারপরও আমি মনে করি, প্রথমার্ধে আমরা কিছুটা ধাতস্থ হয়ে উঠেছিলাম, কিন্তু বিরতির আগে আবার তাল কেটে যায়। দ্বিতীয়ার্ধে আমরা আরও বেশি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, চাপ দেওয়ার চেষ্টা করেছি, যেটা প্রতিপক্ষকে পাল্টা আক্রমণের সুযোগ করে দিয়েছিল।’
এসএনপিস্পাের্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post