স্পোর্টস ডেস্কঃ অল্প কিছুক্ষণ পরই মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপ। স্বাগতিক কাতার ও ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আসর। রোববার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে দু’দলের লড়াই। স্প্যানিশ কোচ ফেলিক্স সানচেজের অধীনে সম্প্রতি কাতার বেশ ভালো পারফর্ম করছে। গত সেপ্টেম্বরে লাতিন অঞ্চলের চিলিকে তারা ২-২ গোলে রুখে দিয়ে বেশ সাড়া ফেলে দিয়েছিল।
স্প্যানিশ কোচ ফেলিক্স কাতারের যুব দলের সঙ্গে কাজ করেছেন। যুব দলে তার কোচিংয়ে খেলা খেলোয়াড়রাই এখন খেলছেন জাতীয় দলে। ৪৬ বছর বয়সী সানচেসের কাছে তাই এটি গর্বের মুহূর্ত। সময়টা উপভোগ করে যেতে চান তিনি। বিশ্বকাপ শুরু আগে ফেলিক্স বলেন, ‘এত বছর পর, একটি চক্রের সমাপ্তি হচ্ছে। ১৬ বছর ধরে এই দেশে কাজ করছি। আমি একটি দীর্ঘ সময়ের পরিকল্পনায় যুক্ত, জাতীয় দলের আজকের খেলোয়াড়দের ধাপে ধাপে বেড়ে ওঠা দেখেছি। এটি গর্বের ব্যাপার। আমি মুহূর্তটি উপভোগ করার চেষ্টা করব।’
এদিকে বিশ্বকাপের আগে পাঁচটি প্রীতি ম্যাচের কোনোটিতেই একটিও গোল হজম করেনি ইকুয়েডর। শনিবার সর্বশেষ ইরাকের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা। দুই বছর আগে দলের দায়িত্ব পাওয়া আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারোর অধীনে এভাবেই পুরো ইকুয়েডর বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০