অন্যদের সুযোগ দিতে নিজেও বাদ যেতে রাজি তামিম ইকবাল

0
20

স্পোর্টস ডেস্ক:: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডের পর তামিম ইকবাল জানিয়ে ছিলেন, দলে হঠাৎ করে আসা নতুন কাউকে তিনি সুযোগ দেওয়ার পক্ষে নয়। এবার তিনি জানালেন, অন্যদের একাদশে সুযোগ দিতে প্রয়োজনে নিজেও একাদশের বাইরে থাকবেন দু’এক ম্যাচ।

তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মতে, সেটা হতে হবে সিরিজ জয় নিশ্চিতের পর। আর পয়েন্ট গুরুত্বপূর্ণ নয় এমন খেলায়। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভূক্ত নয়। সিরিজের শেষ ম্যাচে তাই অন্যদের সুযোগ দেওয়া হতে পারে বলেও জানিয়েছেন অধিনায়ক।

ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ শেষে তামিম ইকবাল জানিয়ে ছিলেন, একাদশে হঠাৎ করে আসা কাউকে তিনি সুযোগ দিতে চান না। দলের সঙ্গে যিনি দীর্ঘ দিন থেকে আছেন, তাকে আগে সুযোগ দিতে চান। তারপরই সুযোগ মিলবে নতুন করে আসা কারো। এবার সিরিজ নিশ্চিতের পর নিজের মত পাল্টিয়েছেন ওয়ানডে অধিনায়ক।

বুধবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ক্যারিবিয়ানদের বিপক্ষৈ এটি টাইগারদের টানা দশম জয়। আর সব মিলিয়ে বিশতম ওয়ানডে জয়। দাপুটে জয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক। সেখানেই জানান, অন্যদের সুযোগ দিতে দু’এক ম্যাচ নিজে একাদশের বাইরে থাকতে হলেও সমস্যা নেই।

ওয়ানডে অধিনায়ক তামি ইকবাল বলেন, ‘আমার কাছে এখন সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা মনে হয়, এখন আমাদের সময় এসেছে বেঞ্চে থাকা অন্যদের দেখার জন্য। নরমালি যখন পয়েন্টের খেলা হয়, তখন ওরকম সুযোগ থাকে না, বাট এরকম সিরিজে যদি আপনি আপ টু নিল হয়ে যান, তখন যারা খেলে নাই, অথবা যাদেরকে নিয়ে আমরা অনেক দিন ধরে ঘুরছি, তাদেরকে সুযোগ দেওয়া। এটার জন্য যদি ধরেন আমারও এক’দুটা ম্যাচ মিস করতে হয় আমি মনে করি সেটা ভাল। কারণ এই জায়গায় যদি আমরা বেঞ্চে থাকাদের না দেখি, তাহলে আসলে দেখবটা কখন? একাদশের প্লেয়ার কেউ যদি ইনজুরি হয়ে যায়, তখন একটা ছেলে যদি ম্যাচ ছাড়া এসে খেলে তখন সেটা কঠীন। নেক্সট ম্যাচে এরকমটা দেখতে পারেন যে, যারা খেলে নাই ওরা খেলবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here