নিজস্ব প্রতিবেদক: মুশফিকুর রহিম যাকে বলা হয় মিস্টার ডিপেনডেবল। বাংলাদেশের ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসা। কিছুদিন যাবত ফর্মহীনতায় ভোগছেন, ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে ১০ রান যোগ করে হয়ে গেলেন ইতিহাসের অংশ।
তৃতীয় বাংলাদেশী ক্রিকেটার হিসেবে চার হাজার রানের মাইলফলক অর্জন করেন মুশি। তিনি ১৫০ ইংনিসে এ ২২ টি অর্ধশত এবং ৪ টা শতক হাঁকান।
প্রথম ১ হাজার রানে পৌঁছাতে সময় নিয়েছিলেন ৫৫ ইংনিস। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওডিআইতে মুশফিক ২১ রান করে ফিরে যান। প্রবেশ করেন চার হাজারি ক্লাব। নিজেকে নিয়ে যান অন্যন্য উচ্চতায় মুশফিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০/১০৪