অপরাজেয় ভারতকে থামাতে আগে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

0
21

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ভারত। পুরো টুর্নামেন্টজুড়েই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কোন প্রতিপক্ষই। দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শর্মা-বিরাট কোহলিদের সামনে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে বৃহস্পতিবার মাঠে নেমেছে শ্রীলঙ্কা।

সেমির আশা বাঁচিয়ে রাখতে হলে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার আজ জয়ের কোন বিকল্প নেই। টানা সাত ম্যাচ জিতে সেমিত নিশ্চিত করবে ভারত নাকি দারুণ কিছু ঘটিয়ে সেমির দৌড়ে টিকে থাকবে কুশল মেন্ডিসরা? আজকের ম্যাচে টস জিতেছেন লঙ্কান অধিনায়ক মেন্ডিস। তিনি ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন।

চলতি আসরে ৬ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে অবস্থান করছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে এর আগে ৯ বার দেখা হয়েছে শ্রীলঙ্কা-ভারতের। চারটি করে জয় আছে দু’দলের। একটি ম্যাচ হয় পরিত্যক্ত। ২০১৯ বিশ্বকাপে শেষ বার দেখা হয়েছিলো দু’দলের। সেই ম্যাচে বিরাট কোহলির দল জিতেছিল ৬ উইকেটে। সবমিলিয়ে দু’দল ১৬৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে ৯৮টি জয় নিয়ে এগিয়ে আছে ভারত।

ভারত একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, মোহাম্মদ শামি, রবীন্দ্র জাদেজা, শারদুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

শ্রীলংকা একাদশ- পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্ন, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথা আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দুশান হেমন্ত, মাহিশ থিকশানাম কাসুন রাজিথা, দুশমন্ত চামিরা এবং দিলশান মাধুশাঙ্কা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here