স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। যেখানে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস।
আর সেই টস জিতেছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক সূর্যকুমার যাদব। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে নীতিশ রানা নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স। টস হারলেও পছন্দ অনুযায়ী আগে ব্যাটিংই পেয়েছে দলটি।
এই ম্যাচে শুরুতে খেলছেন না নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। যার ফলে, মুম্বাইয়ের নেতৃত্বে সূর্যকুমার। তবে শুরুতে না থাকলেও, মুম্বাইয়ের ইমপ্যাক্ট সাব লিস্টে রোহিত শর্মার নাম আছে। ধারণা করা হচ্ছে, ব্যাটিং ইনিংসের সময় রোহিত নামবেন কোনো এক খেলোয়াড়ের বদলি হয়ে। রোহিতের পরিবর্তে একাদশে সুযোগ হয়েছে অর্জুন টেন্ডুলকারের। এদিকে জেসন বেহরনডর্ফ খেলছেন না। দক্ষিণ আফ্রিকার ডুয়ান জেনসেনের সুযোগ মিলেছে।
এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি কলকাতা। আগের ম্যাচ হারলেও, একই একাদশ নিয়ে খেলতে নামছে দলটি। শুধুমাত্র ইমপ্যাক্ট খেলোয়াড় ভেঙ্কটেশ আইয়ার মূল একাদশে সুযোগ পেয়েছেন। আর বাইরে চলে গিয়েছেন সুয়েস শর্মা। তিনি কলকাতার বোলিংয়ের সময় একাদশে সুযোগ পেতে পারেন।
তবে এই ম্যাচেও কলকাতার একাদশে জায়গা হয়নি লিটন দাসের। আইপিএলে অভিষেকের অপেক্ষা দীর্ঘ হলো এই টাইগার তারকার। আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ আরও একবার সুযোগ পেলেন।
কলকাতা নাইট রাইডার্স একাদশ
নীতিশ রানা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কেটেশ আইয়ার, নারায়ণ জগদীশন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, লকি ফার্গুসন ও বরুণ চক্রবর্তী।
মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ
সূর্যকুমার যাদব (অধিনায়ক), ক্যামেরন গ্রিন, ইশান কিষাণ, তিলক বর্মা, টিম ডেভিড, নেহাল ভাদেরা, অর্জুন টেন্ডুলকার, হৃত্তিক শোকেন, পিযূষ চাওলা, ডুয়ান জানসেন ও রাইলি মেরেডিথ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post