অপরিবর্তিত একাদশ নিয়ে জয়ের ধারায় থাকতে চায় মুম্বাই-গুজরাট

0
43

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে রেকর্ড পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। মুম্বাইয়ের ঘরের মাঠ বিখ্যাত ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে সেই ম্যাচের টস হয়েছে ইতিমধ্যে।

আর টস জিতেছেন গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাটিং করতে নামছে রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স।

এই ম্যাচে দুই দলই নিজেদের অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে। অর্থাৎ, উইনিং কম্বিনেশন ধরে রেখেছেন। কোনো পরিবর্তন ছাড়াই ফের একবার জয়ের মুখ দেখতে চায় দুই দলই।

মুম্বাই ইন্ডিয়ান্স একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিষাণ, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, বিনোদ, নেহাল ভাদেরা, ক্রিস জর্ডান, পিযূষ চাওলা, কুমার কার্তিকেয়া ও জেসন বেহেরনডর্ফ।

গুজরাট টাইটান্স একাদশ
হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, অভিনব মনোহর, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেভাটিয়া, রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ শামি, আলঝারি জোসেপ ও মোহিত শর্মা।

ইমপ্যাক্ট সাব- শুভমান গিল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here