নিজস্ব প্রতিবেদকঃ সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ সফর করে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সূচি অনুযায়ী সোমবার ভোরে ঢাকায় পা রাখেন এই তারকা। ঢাকায় পা রাখার পর বিশ্রাম নেন একটি হোটেলে। তাঁকে নিয়ে আসা স্পন্সর প্রতিষ্ঠান নিজেদের অফিসে কিছু ছোট অনুষ্ঠানের আয়োজন রাখে।
যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ও নড়াইল-২ আসনের এমপি মাশরাফী বিন মোর্ত্তাজা। এছাড়াও উপস্থিত আছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। সেই অনুষ্ঠান শেষে মার্টিনেজ সাক্ষাৎ করেন বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে।
দিনজুড়ে মার্টিনেজের ব্যস্তময় কর্মসূচিতে অবশ্য ছিল না সমর্থকদের নিয়ে কোনো আয়োজন। এছাড়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথেও কোনো অনুষ্ঠান ছিল না। যার ফলে আনুষ্ঠানিকভাবে দেখা করার কোনো সুযোগ ছিল না বাংলাদেশ দলের।
তবে মার্টিনেজ যখন যাচ্ছিলেন বাংলাদেশ ছেড়ে, তখন প্রায় কাছাকাছি সময়ে দুর্দান্ত খেলা উপহার দিয়ে সাফ ফুটবলের মিশন শেষ করে ভারত থেকে বাংলাদেশে ফিরে জাতীয় ফুটবল দল। মার্টিনেজের যাওয়ার সংবাদ শুনে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বিমানবন্দরে নিজের আনুষ্ঠানিকতা দ্রুত সেরে চলে যান বর্হিগমন বিভাগে। ভিভিআইপি লাউঞ্জের আগে মার্টিনেজের সাথে দেখা করার অপেক্ষায় ছিলেন তিনি।
অপেক্ষা করার পর যখন মার্টিনেজের গাড়ি আসে, জামাল কাছে এগিয়ে যান। বাংলাদেশ অধিনায়ক মনে করেছিলেন, আয়োজকরা তাকে দেখে মার্টিনেজের সঙ্গে ছোট সাক্ষাতের সুযোগ করে দেবে। তবে জামালকে ধারেকাছেও ঘেঁষতে দেওয়া হয়নি। কর্তৃপক্ষের আন্তরিকতার অভাবে দূর থেকেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে দেখতে হয়েছে জামালকে। যা কিনা আশাহত করেছে জামালকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা