স্পোর্টস ডেস্কঃ এক সময় অফসাইডের নিয়ম ছিল না ফুটবল বিশ্বে। কিন্তু পরিবর্তীতে সেটি এসেছে। কিন্তু অফসাইড ধরা নিয়ে শুধুমাত্র ভরসা ছিল লাইন্সম্যান। কিন্তু বিভিন্ন সিদ্ধান্তে বাড়ত বিতর্ক। সময়ের সাথে সেখানেও এলো পরিবর্তন। কয়েক বছর দরে চলে আসছে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারিং সিস্টেম (ভিএআর) ব্যবহার।
তবুও বিতর্ক এড়ানো যাচ্ছে না। অনেক সিদ্ধান্তেই তৈরি হচ্ছে বিতর্ক। এছাড়া এটি অনেক সময় সাপেক্ষ। ম্যাচের স্বাভাবিক গতি বাঁধাগ্রস্থ হচ্ছে। আর সেসব এড়ানোর জন্য এবার আরও নতুন প্রযুক্তি নিয়ে আসার ঘোষণা দিয়েছে ফিফা।
ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, অফসাইড নিয়ে বিতর্ক এড়াতে আর ম্যাচের স্বাভাবিক ছন্দ ধরে রাখতে এবার ‘সেমি-অটোমেটেড’ অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হবে। আর সেটা শুরু হবে কাতার বিশ্বকাপ থেকেই। এই প্রযুক্তি দ্রুত সময়ের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছে ফিফা।
মাঠের চারিদিকে ক্যামেরা তো থাকবেই, এছাড়া বলের মধ্যে বসানো হবে চিপ। অনেকটা ট্র্যাকিং সিস্টেমের মতো। এতে সহজেই অফসাইড ধরা যাবে। দ্রুত গতির হওয়ায় ম্যাচেও আর সময় নষ্ট হবে না বলে ধারণা করা হচ্ছে। ফুটবলের স্বাভাবিক ছন্দও ধরে রাখা যাবে।
পরীক্ষা-নীরিক্ষার জন্য এই প্রযুক্তি ব্যবহার হয়েছে দুটি টুর্নামেন্টে। গেল সাত মাসে আয়োজিত দুই টুর্নামেন্টে প্রযুক্তির ব্যবহার করা হয়। এবার সেটি ব্যবহার করা হবে কাতার বিশ্বকাপে। চলতি বছরের ২১ নভেম্বর থেকে শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্দা নামবে যে আসরের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা