স্পোর্টস ডেস্ক:: মাহা-সিলেট প্রথম বিভাগ ক্রিকেট লিগে রেলিগেশনের শঙ্কায় থাকায় এ্যাপোল ইলেভেন ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচে ৫১ রানে জিতেছে ব্রাদার্স।
সিলেট জেলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ব্রাদার্স ইউনিয়ন নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে। দলেরর পক্ষে সজিব সর্বোচ্চ ৭৭ রান করেন। সুমন করেন ৪৮রান। অনুর ব্যাট থেকে আসে ১৮রান।
এ্যাপোল-১১ ক্লাবের হয়ে সুজন ৪টি, শাহান ২টি ও সাইফুর ১টি করে উইকেট লাভ করেন।
১৯৭ রানের টার্গেটে খেলতে নামা এ্যাপোল-১১ ক্লাব ৩৮.২ ওভারে ১৪৫ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে রায়হান সর্বোচ্চ ৬১রান করেন।এছাড়াও রাকিব ২০ ও রনি ১৩ রান করে সংগ্রহ করেন।
ব্রাদার্স ইউনিয়নের হয়ে আবির ও রনি ৩টি করে, রাহাত ২টি এবং সাদিক ও সজীব ১টি করে উইকেট লাভ করেন। ম্যাচ সেরা হন ব্রাদার্সের রায়হান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post