স্পোর্টস ডেস্ক:: টানা ব্যর্থ হওয়া বিরাট কোহলিকে দলের বাইরে রাখার দাবি উঠেছিলো। তবে শেষ পর্যন্ত তাকে একাদশের বাইরে যেতে হলো। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশে নেই ভারতের সাবেক এই অধিনায়ক। যদিও টিম ম্যানেজম্যান্ট জানিয়েছে, বিরাটকে বিশ্রাম দেওয়া হয়েছে।
বেশ কিছু দিন থেকে ফর্মে নেই ভারতের এক সময়ের তুমুল জনপ্রিয় এই ব্যাটার। ব্যাট হাতে বিরাট মাঠে নামলে বোলারদের বুক কেঁপে উঠতো। সেই চিরচেনা বিরাটের দেখা মিলছে না। টানা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছিলেন। ক্রিকেট থেকে বিশ্রাম নিয়েছেন, আবার ফিরেছেন। ফর্মে ফিরতে যা কিছু করণীয় সব কিছুই করেছেন। তবুও ফর্মে ফেরা হচ্ছিলো না তার।
নেতৃত্ব হারানো বিরাট কোহলিকেই তাই শেষ পর্যন্ত একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নিলো ভারতীয় টিম ম্যানেজম্যান্ট। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট হারের পর টি-২০ সিরিজ জিতেছে ভারত। তবে শেষ টি-২০তে হেরেছে দলটি। এবার শুরু হলো ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডেতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড।
ভারত একাদশ:: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, শ্রেয়ার্স আয়ার, সূর্যকুমার যাদব, ঋশভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, জাসপ্রীত বুমরাহ, চাহাল ও কৃষাণ।
ইংল্যান্ড একাদশ:: জস বাটলার (অধিনায়ক). জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, লিয়াম লিভিংস্টন, মঈন আলি, ক্রেইগ ওভারটন, ডেভিড উইলী, ব্রাইডন ও টপলী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০