অবশেষে এশিয়া কাপের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

0
61

স্পোর্টস ডেস্কঃ টুর্নামেন্ট শুরু হতে বাকি নেই ২৪ ঘন্টা। একেবারে শেষ মূহুর্তে এসে এশিয়া কাপের দল ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এত দেরীতে দল ঘোষণার মূল কারণ একের পর এক ক্রিকেটার ইনজুরিতে ছিটকে যাওয়া।

এশিয়া কাপে যথারীতি দাসুন শানাকাই থাকছেন অধিনায়ক। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন কুশল মেন্ডিস। দিমূথ করুণারত্নে, কুশল পেরেরারা আছেন দলে তবে ওয়ানিন্দু হাসারাঙ্গাসহ বেশ কয়েকজন নিয়মিত ক্রিকেটার ইনজুরির কারণে মিস করবেন এবারের এশিয়া কাপ।

হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। আগামীকাল ৩০ আগস্ট পর্দা ওঠবে টুর্নামেন্টের। ১৭ সেপ্টেম্বর, ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। চলতি বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায়, ৫০ ওভারের টুর্নামেন্ট হবে।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কা খেলবে বাংলাদেশ ও আফগানিস্তানের সাথে। দলটির দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ভিন্ন দুই ভেন্যুতে। প্রথম ম্যাচ ৩১ আগস্ট বাংলাদেশের বিপক্ষে নিজেদের ঘরের মাঠ ক্যান্ডিতে অবস্থিত পাল্লেকেল্লে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলবে লঙ্কানরা। আর পাকিস্তানের লাহোরে অবস্থিত গাদ্দাফি স্টেডিয়ামে ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে দলটি।

এশিয়া কাপে শ্রীলঙ্কার ১৭ সদস্যের দল
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমূথ করুণারত্নে, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (সহ-অধিনায়ক), চারিথ আসালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামাবিক্রমা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, মাথিশা পাথিরানা, কাসুন রাজিথা, দুশান হেমন্ত, বিনুরা ফার্নান্দো ও প্রমোদ মধুশন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here