স্পোর্টস ডেস্কঃ সাদা বলে দুর্দান্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন ডানহাতি এই ব্যাটার। তবে এই তারকার সুযোগ মিলছিল না ওয়ানডে একাদশে। শেষ পর্যন্ত সেই সুযোগ এসেছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচের একাদশে রয়েছেন এই তারকা।
এছাড়া সুযোগ পেয়েছেন ওয়াশিংটন সুন্দর। এই দুই ক্রিকেটারের সুযোগ পাওয়ার দিনে বিশ্রামে হার্দিক পান্ডিয়া ও উমরান মালিক। তাদেরকে নেওয়া হয়নি তৃতীয় ম্যাচে। তবে সুযোগ মেলেনি ইশান কিষাণের।
এদিকে দুটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কাও। অ্যাশেন বান্দারা ও জ্যাফরি ভ্যান্ডারসে সুযোগ পেয়েছেন একাদশে। তাদের অন্তর্ভুক্তিতে একাদশ থেকে বাদ পড়েছেন ধনাঞ্জয়া ডি সিলভা ও দুনিথ ওয়ালেলেগে।
সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিভুনাথপুরমে। দুপুর ২টায় শুরু হয়েছে ম্যাচ। যেখানে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যার ফলে আগে ফিল্ডিং করছে দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা।
আগে ব্যাট করতে নেমে উড়ন্ত শুরু পেয়েছে ভারত। ৯ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে দলটির সংগ্রহ ৫৯ রান। রোহিত শর্মা ২০ ও শুভমান গিল ৩৫ রানে অপরাজিত আছেন।
ইতিমধ্যেই প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছে ভারত। এবার তাদের লক্ষ্য হোয়াইটওয়াশের দিকে। অপরদিকে ইতিমধ্যেই সিরিজ হারা লঙ্কানরা মান বাঁচানোর লড়াইয়ে নেমেছে।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।
শ্রীলঙ্কা একাদশ
দাসুন শানাকা (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, নুয়ানিদু ফার্নান্দো, কুশল মেন্ডিস, অ্যাশেন বান্দারা, চারিথ আসালঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জ্যাফরি ভ্যান্ডারসে, চামিকা করুণারত্নে, কাসুন রাজিথা ও লাহিরু কুমারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post