নিজস্ব প্রতিবেদক:: প্রায় এক দশকের বেশি সময় থেকে ক্রিকেটকে ঢাকার বাইরে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছিলো বিসিবি। তবে নানা কারণে সেটি আর হচ্ছিলো না। আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলো গঠন করে অবশেষে ক্রিকেটকে ঢাকার বাইরে ছড়িয়ে দিতে ‘সম্মত’ হলো ক্রিকেট বোর্ড। বিসিবির অষ্টম বোর্ড সভায় অনুমোদন পেলো আঞ্চলিক ক্রিকেট কমিটি।
বিভাগের ক্রিকেট এখন থেকে দেখাশুনা করবে বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট কমিটি গুলো। আয়-ব্যায়ের খরচও করতে পারবে বিভাগীয় সংস্থাগুলো। সোমবার ঢাকায় ক্রিকেট বোর্ডের বোর্ড সভায় পরিচালকরা অনুমোদন দিয়েছেন আঞ্চলিক ক্রিকেট কমিটির।
তবে শুরুতে কয়টি বিভাগে আঞ্চলিক ক্রিকেট কার্যক্রম শুরু হবে সেটা এখনো নিশ্চিত নয়। বছর কয়েক আগে বিসিবির কর্মকর্তারা জানিয়ে ছিলে, সিলেট, চট্টগ্রাম ও রংপুরে শুরুতে কাজ করবে আঞ্চলিক ক্রিকেট কমিটি গুলো।
ঢাকার বাইরে তিনটি বিভাগের আঞ্চলিক ক্রিকেট কমিটি গঠণের কথা জানা যায়। তবে বোর্ডের আনুষ্ঠানিক অনুমোদন না থাকায় এতোদিন কমিটিগুলো সচল হয়নি। এবার অনুমোদন পাওয়ায় আঞ্চলিক ক্রিকেট নিয়ে কাজ শুরু করবে আঞ্চলিক কমিটিগুলো।
বিভাগের ক্রিকেট লিগ, টুর্নামেন্ট, বয়স ভিত্তিক ক্রিকেট এখন থেকে স্থানীয় আঞ্চলিক কমিটিগুলোই আয়োজন করবে। তবে বোর্ড সভায় অনুমোদন পেয়ে আইনী ভিত্তি পেলেও কবে নাগাদ পুরো দমে কাজ শুরু হবে সেটা নিয়ে সংশয় রয়ে গেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল আঞ্চলিক ক্রিকেট কমিটি বোর্ড সভায় অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কবে নাগাদ আঞ্চলিক কমিটি গুলোর কার্যক্রম শুরু হবে সেটা জানাননি তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post