অবশেষে ক্রিকেটকে বিভাগের হাতে ছাড়লো বিসিবি

0
16

নিজস্ব প্রতিবেদক::: অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে আঞ্চলিক ক্রিকেট কমিটি। জেলাগুলোর ক্রিকেটী‍য় কার্যক্রম পরিচালনা করবে বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে সংশোধনী আনা হয়েছে। ফলে আঞ্চলিক ক্রিকেট কমিটির কার্যক্রম শুরু হবে দ্রুতই।

মঙ্গলবার বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের এজিএম ছিলো। সেখানে অনেক গুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আঞ্চলিক ক্রিকেট কমিটি গঠণে গঠনতন্ত্রের সংশোধনীও পাস হয়েছে এজিএমে। এবার থেকে ক্রিকেট আর ঢাকা থেকে পরিচালনা নয়, বিভাগীয় আঞ্চলিক কমিটি গুলো পরিচালনা করবে ক্রিকেট। বিসিবি দেবে দিক-নির্দেশনা।

২০১৩ সালে প্রথমবার বিসিবির দায়িত্ব নেওয়া নাজমুল হাসান পাপন প্রতিশ্রুতি দিয়ে ছিলেন ক্রিকেট ছড়িয়ে দেওয়ার। সব কার্যক্রম বিসিবির হাতে না রেখে বিভাগ ভিত্তিক পরিচালনার। অবশেষে তৃতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করলেন। এজিএম শেষে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেন, ‘কিছু গঠনতন্ত্র সংশোধন ছিলো সেগুলো আমরা পেশ করেছিলাম, সবগুলোই সর্বসম্মতিক্রমে আমাদের এজিএমে পাশ হয়েছে। এর মধ্যে একটা ছিল আঞ্চলিক ক্রিকেট সংস্থা, সেটা আজকে হয়ে গেলো। আঞ্চলিক ক্রিকেট সংস্থা করতে এখন আর বাধা রইলো না।’

আঞ্চলিক ক্রিকেট কমিটির কাজ শুরু হয়ে গেলে আরো ভাল করা যাবে জানিয়ে নাজমুল হাসান পাপন আরো বলেন, ‘এতদিন আমরা ঢাকা থেকে সব নিয়ন্ত্রণ করেছি। এখন বিভাগে যাচ্ছি। জেলায় তো আমাদের আরো কম নিয়ন্ত্রণ ছিল। এখন এর কার্যক্রম শুরু হয়ে গেল, এসব ক্ষেত্রে আমরা আরো ভালো করতে পারবো।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here