অবশেষে জয়ের দেখা পেল বিজয়-মিঠুনরা

0
361
ফাইল ছবি।

স্পোর্টস ডেস্কঃ অবশেষে ওয়ানডেতে জয়ের দেখা পেল বাংলাদেশ একাদশ। সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে তামিলনাডু একাদশকে ১৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এর আগে প্রথম দুই ওয়ানডেতেই হেরেছিল মোহাম্মদ মিঠুনের নেতৃত্বাধীন দল।

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ২২০ রানে অলআউট হয় বাংলাদেশ একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস খেলেন তৌহিদ হৃদয়। তার ৭৪ বলের ইনিংস সাজানো ২টি করে বাউন্ডারি ও ছক্কায়। এদিন রান পেয়েছেন আগের দুই ম্যাচে ব্যর্থ হওয়া এনামুল হক বিজয়। ৪৪ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪২ রান করেছেন এই ওপেনার। এছাড়া মিঠুন ২৩, তাইজুল ইসলাম ১৯, নাঈম ইসলাম ১৭ ও মুমিনুল হক ১৬ রান করেছেন।

তামিলনাডু একাদশের হয়ে ৮ ওভার বল করে ২ মেইডেনসহ ৩৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিলক নাগ। মোহন প্রসাধ ও অজিত রাম ২টি করে উইকেট লাভ করেন।

২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পৌঁছাতে পারেনি স্বাগতিকরা। ৪৭.৪ ওভারে ২০১ রানে অলআউট হয়ে যায় দলটি। ১০৮ বলে ৬ বাউন্ডারিতে সর্বোচ্চ ৭০ রান করেন প্রদশ রঞ্জন পাল। এছাড়া ৬১ বলে ২ বাউন্ডারিতে ড্যারিল এস ফেরারিও করেন ৪০ রান। ওপেনার অরবিন্দের ব্যাট থেকে আসে ২৩ রান।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, তাইজুল ইসলাম ও মুমিনুল হক। নাঈম ইসলাম শিকার করেছেন ১ উইকেট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here