স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে জয় খরা কাটাল ইংল্যান্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে আজ বড় জয় পেয়েছে তারা। ডাচদের উড়িয়ে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখল জস বাটলারের দল। বেন স্টোকসের মহাকাব্য লেখা সেঞ্চুরির পর মঈন আলী-আদিল রশিদের স্পিনে ১৬০ রানের রেকর্ডগড়া জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
পুনেতে আগে ব্যাট করে ৩৩৯ রানের পুঁজি দাঁড় করায় ইংল্যান্ড। ৩৪০ রান তাড়া করতে নেমে নেদারল্যান্ডসের শুরুটা ছিল একেবারে ধীরগতির। ইংল্যান্ডের পেসারদের বিপক্ষে পেরে উঠতে পারছিলেন না ডাচ ওপেনাররা। পঞ্চম ওভারে গিয়ে নিজেদের প্রথম উইকেট হারায় তারা। ক্রিস ওকসের লেংথ ডেলিভারিতে মঈন আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ৫ রান করা ম্যাক্স ও’ডাউড। তিনে নেমে সুবিধা করতে পারেননি কলিন অ্যাকারম্যান।
ডেভিড উইলির অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে উইকেটের পেছনে জস বাটলারকে ক্যাচ দিয়েছেন। লম্বা সময় টিকে থাকলেও দ্রুত রান তুলতে পারেননি ওয়েসলি ব্যারেসি। ৬২ বলে ৩৭ রানের ইনিংস খেলে রান আউটে কাটা পড়েছেন তিনি। সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট আউট হয়েছেন ৩৩ রান করে। বেশিক্ষণ টিকতে পারেননি বাস ডি লিডও।
এরপর অবশ্য জুটি গড়ে তোলেন স্কট এডওয়ার্ডস এবং তেজা নিদামানুরু। তারা দুজনে মিলে খানিকটা ব্যবধান কমাতে থাকেন। ৪২ বলে ৩৮ রানের ইনিংস খেলে মঈনের বলে আউট হয়েছেন এডওয়ার্ডস। বাকিরা কেউ দাঁড়াতে না পারলে নিদামানুরু ৪১ রানে অপরাজিত ছিলেন। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন আদিল রশিদ ও মঈন।
এর আগে দুই ওপেনার ডেভিড মালান এবং জনি বেয়ারস্টোর ব্যাটে দারুণ শুরু পায় ইংল্যান্ড। দুজনই কিছুটা চালিয়ে খেলছিলেন। উদ্বোধনী জুটি থেকে রান আসে ৪৮। ১৭ বলে ১৫ রান করে বিদায় নেন বেয়ারস্টো। জো রুট করেন ৩৫ বলে ২৮ রান। তবে আজও একে একে ব্যর্থ হলেন জস বাটলার-মঈন আলিরা।
দলীয় ১৯২ রানে ৬ উইকেট হারিয়ে বসেছিল ইংল্যান্ড। মনে হচ্ছিল, আড়াইশ করাও কঠিন হয়ে যাবে বিশ্বচ্যাম্পিয়নদের। এমন জায়গায় দাঁড়িয়ে স্টোকস হাঁকালেন লড়াকু এক সেঞ্চুরি। এর আগে ৭৪ বলে ৮৭ করেন ওপেনার মালান ১৯২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা দলকে এরপর টেনে তোলার দায়িত্ব নেন স্টোকস।
সপ্তম উইকেটে ক্রিস ওকসকে নিয়ে ৮১ বলে ১২৯ রানের ঝোড়ো জুটি গড়েন স্টোকস। ৪৫ বলে গুরুত্বপূর্ণ ৫১ রান করেন ওকস। ইনিংসের দুই বল বাকি থাকতে আউট হন স্টোকস। ৮৪ বলে তার ১০৮ রানের মারকুটে ইনিংসে ছিল ৬টি করে চার-ছক্কার মার। নেদারল্যান্ডসের বেস ডি লিডি ৩টি আর আরিয়ান দত্ত ও লগান ফন বিক নেন দুটি করে উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post