নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগের নিচের সারির দুই দলের লড়াইয়ে আজ ব্রাদার্স ইউনিয়নকে ২০ রানে হারিয়ে জয়ের খরা কাটাল সিটি ক্লাব। আট ম্যাচে তাদের প্রথম জয় এটি। অন্যদিকে আট ম্যাচে ব্রাদার্সের এটি পঞ্চম পরাজয়। শুক্রবার আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫১ রান তোলে সিটি ক্লাব। রান তাড়ায় শুরুটা ভালো করেও পরে পথ হারিয়ে ব্রাদার্স যেতে পারে ২৩১ রান পর্যন্ত।
ফতুল্লায় সিটি ক্লাবের সাজ্জাদুল হকের ৭০ রানের ইনিংসের সঙ্গে মইনুল ইসলাম সোহেল হাঁকান ফিফটি। ৬ চার ও ২ ছক্কায় ৮৪ বলে ৭০ রান করেন সাজ্জাদুল। মইনুল ৫৩ রান করেন ৭৪ বলে ৪ চার ও ১ ছক্কায়। ব্রাদার্সের হয়ে ৪ উইকেট নেন আবু জায়েদ রাহী। প্রায় পাঁচ বছর পর লিস্ট ‘এ’ ক্রিকেটে চার উইকেটের স্বাদ পেলেন এই পেসার। জবাব দিতে নেমে রহমতউল্লাহ আলি ৫ চার ও ৩ ছক্কায় ৬৯ বলে ৬০ রান করেন। আসিফ আউট হন ৪৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৪ করে। রাহাতুল ফেরদৌস ৩০ রান করে আউট হন। ৫ উইকেট পূর্ণ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করে দেন ইফরান হোসেন। জেতেন ম্যাচ সেরার পুরষ্কার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post