নিজস্ব প্রতিবেদক:: বিপিএল মাঠে গড়ানোর আগের দিন রাতে জানা গেলো অংশ নেওয়া সাত দলের অধিনায়কের। অধিনায়ক নির্বাচন করতে যেয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে অপেক্ষা করতে হয়েছে আগের দিন সন্ধ্যা পর্যন্ত।
যদিও অনেক ফ্র্যাঞ্চাইজি আগেই নাম ঘোষণা করেছে। তবে সব দলের অধিনায়কের নাম জানার জন্য রোববার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা হয়। সবার শেষে অধিনায়কের নাম ঘোষণা করে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। রোববার সন্ধ্যার পর অধিনায়কের নাম জানায় এই দুই ফ্র্যাঞ্চাইজি।
সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে, অলরাউন্ডার আরিফুল হক নেতৃত্ব দেবেন দলটিকে। খুলনাও জানিয়েছে, তাদের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ঘরের ছেলের কাঁধেই দায়িত্ব তুলে দিয়েছে খুলনা। অধিনায়ক হিসেবে মিরাজ বেশ পরীক্ষিত। কিছু দিন আগেই ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন তিনি।
পুরনো নেতৃত্বই বহাল আছে বরিশাল ও রংপুরে। গতবার শিরোপা জেতানো তামিম ইকবালকে এবারও অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে বরিশাল। দলটা তামিমের পরামর্শেই করা হয়েছে। ক্যারিবিয়ান দ্বীপে গ্লোবাল সুপার লিগ জেতানো নুরুল হাসান সোহানের কাঁধেই নেতৃত্বের ভার রেখে দিয়েছে রংপুর রাইডার্স।
রোববার সকালেই ঢাকা ক্যাপিটালস জানায় তাদের অধিনায়ক থিসারা পেরেরা।যদিও দলটিতে জাতীয় দলের অধিনায়ক লিটস দাস আছেন। তারপরও ঢাকা লঙ্কান তারকার উপরই ভরসা রেখেছে। চিটাগাং ভাইকিংস অধিনায়ক করেছে মোহাম্মদ মিঠুনকে।
মিরপুরের হোম অব ক্রিকেটে আজ থেকে শুরু হচ্ছে বিপিএল। দুপুর দেড়টায় উদ্বোধনী ম্যাচ খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। সন্ধ্যা সাড়ে ৬টায় দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০