অবশেষে টস জিতলেন সাকিব

0
63

নিজস্ব প্রতিবেদকঃ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সিরিজের শেষ ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ম্যাচের টস।

সেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ফিল্ডিং করতে নামছে পল স্টার্লিংয়ের নেতৃত্বাধীন আয়ারল্যান্ড দল। টানা দুই ম্যাচে টস হারার পর অবশেষে টস জিতলেন টাইগার অধিনায়ক সাকিব।

সিরিজ ইতিমধ্যেই নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ দল। প্রথম দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে এগিয়ে আছে। এই ম্যাচ টাইগারদের হোয়াইটওয়াশ মিশনের। ইংল্যান্ডের পর আয়ারল্যান্ডকে টানা দুই সিরিজে হোয়াইটওয়াশের সুযোগ।

অপরদিক আইরিশরা পিছিয়ে আছে সিরিজে। যার ফলে ম্যাচটি তাদের মান বাঁচানোর লড়াই। অন্তত একটি ম্যাচ জিতে স্বান্তনা নিতে চায় সফরকারী। একইসাথে হোয়াইওয়াশের লজ্জা এড়াতে চায়।

বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

আয়ারল্যান্ড একাদশ
পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লরকান টাকার, হ্যারি টেক্টর, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, গ্যারেথ ডেলানি, ফিওন হ্যান্ড, ম্যাট হামফ্রেইস ও বেন হোয়াইট।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here